সোমবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৪৬:০২

টাকা পয়সা নয়, মুশফিকের কাছে খেলাটাই বড়

টাকা পয়সা নয়, মুশফিকের কাছে খেলাটাই বড়

স্পোর্টস ডেস্ক:  ২৫ ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের হয়ে খেলতে দেখা যাবে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিমকে।

এছাড়া একই দলে আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও।

‘গোল্ড’ ক্যাটাগরিতে নিলামের মধ্য দিয়ে মুশফিকের দাম উঠেছে বাংলাদেশি টাকায় ৩৯ লাখ টাকা। তবে, আর্থিক-প্রাপ্তিকে বড় করে দেখতে চাইছেন না তিনি। রোমাঞ্চিত মুশফিক দেশের প্রথম সারির একটি পত্রিকাকে বলেন, ‘আমার প্রথম লক্ষ্য একাদশে জায়গা করে নেয়া এবং তা ধরে রাখা। টি-টোয়েন্টি ক্রিকেট যত খেলব, ততোই শিখব। টাকাপয়সা নয়, আমার কাছে খেলতে পারাটাই আসল।’

১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে