সোমবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৬, ০১:২৭:১২

লাল ঘোড়াকে ভীষণ মিস করছেন সাব্বির

লাল ঘোড়াকে ভীষণ মিস করছেন সাব্বির

আরিফুর রাজু: বাংলাদেশ জাতীয় দলের তরুণ উদীয়মান অলরাউন্ডার সাব্বির রহমান রুম্মন। বলা চলে বর্তমান জাতীয় দলে নির্ভরতার প্রতীক তিনি । ক্যাটস আই’য়ের চোখ ও সুদর্শন চেহারার অধিকারী ছেলেটি প্রথম সবার নয়ন কেড়েছিল সেই এশিয়া গেমসের ফাইনালে। লো অর্ডারে নেমে রোজ ঝড় তুলে বিশ্বকাপে রীতিমতো সেলিব্রিটি বনে যান ৫.৮ ইঞ্চির সাব্বির।

২০১৪ সালর ১৪ ফেব্রুয়ারি সফরকারী শ্রীলঙ্কা ক্রিকেট দলের বিপক্ষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সাব্বিরের। এর পর ২০১৪ সালের ২১ নভেম্বর সফরকারী জিম্বাবুয়ে ক্রিকেট দলের বিপক্ষে ওয়ানডেতে অভেষক ঘটে তার। তখন নাসির হোসেনের স্থলাভিষিক্ত হয়ে নিজস্ব ২৩তম জন্মদিনে অভিষিক্ত সাব্বির আক্রমণধর্মী ব্যাটিং করে মাত্র ২৫ বলে ৪৪ রান সংগ্রহ করেন।

বর্তমান বাংলাদেশের প্রাণ ভোমরা এই অলরাউন্ডার। সম্প্রতি শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজে একের পর এক চমক দেখিয়েছিলেন তিনি। বর্তমানে জাতীয় দলের সঙ্গে ব্যস্ত সময় কাটানো ২৪ বছর বয়সী বাংলাদেশি এই যুবক।

এই খেলোয়াড় তার ফেসবুকের মাধ্যমে ভক্তদের জানালেন বাড়িতে থাকা তার লাল ঘোড়াকে (মোটর সাইকেল) ভীষণ মিস করছেন।

সাব্বির নিজের ভেরিফাইড পেজে নিজের মোটর সাইকেলের ছবি আপলোড করে লেখেন, ‘মিসিং মাই রেড হর্স।’

প্রসঙ্গত, এ পর্যন্ত জাতীয় দলের হয়ে ২৩ টি ওয়ানডে ও ১৪ টি ওয়ানডে

১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে