সোমবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৬, ০২:৪৪:৫৭

১৮ বলে ফিফটি করে ভারতীয় খেলোয়াড়ের রেকর্ড

১৮ বলে ফিফটি করে ভারতীয় খেলোয়াড়ের রেকর্ড

স্পোর্টস ডেস্ক:  বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিতব্য অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের শনিবারের ম্যাচে নেপালের মুখোমুখি হয়েছে ভারত যুব দল। এ দিনে অপেক্ষাকৃত দূর্বল নেপালের বিপক্ষের ম্যাচে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েছেন ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান ঋষভ পান্ত। মাত্র ১৮ বলে পঞ্চাশ ছুঁয়ে ফেলেন তিনি।

যুব ওয়ানডেতে দ্রুততম অর্ধশতকের রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের ট্রেভন গ্রিফিথের। ২০০৯-১০ মৌসুমে পাকিস্তানের বিপক্ষে ১৯ বলে অর্ধশতকে পৌঁছে জর্জ বেইলির রেকর্ড ভেঙেছিলেন তিনি। তবে এবার তা ভেঙে ১ বল আগেই রেকর্ডের মালিক হলেন ভারতের এই মারকুটে ব্যাটসম্যান।

সোমবার মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নেপালের বিপক্ষে শেষ পর্যন্ত ৭৮ রানে ফেরা বাঁহাতি ব্যাটসম্যান পান্তর ২৪ বলের বিধ্বংসী ইনিংসটি ৯টি চার ও ৫টি ছক্কা সমৃদ্ধ।

মুখোমুখি হওয়া প্রথম বলে চার হাঁকিয়ে শুরু করা পান্ত মাত্র ৯ বলে পৌঁছে যান ২৭ রানে। মিডিয়াম পেসার আরিফ শেখের এক ওভারে দুটি ছক্কাসহ নেন ১৮ রান।

উইকেটরক্ষক-ব্যাটসম্যান পান্তর খেলা প্রথম নয় বলে দুটি ডট বল ছিল, তবে পরের নয় বলে একটি ডট বলও ছিল না। সপ্তম ওভারে পরপর দুটি চার হাঁকিয়ে পঞ্চাশে পৌঁছে রেকর্ড নিজের করে নেন এই তিনি।

১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে