সোমবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:৩৩:২২

বিশ্বসেরাদের তৃতীয় ‍যুবরাজ

বিশ্বসেরাদের তৃতীয় ‍যুবরাজ

স্পোর্টস ডেস্ক: অসুস্থতায় বেশ কিছুদিন দলে বাইরে থাকলেও ভারতীয় অলরাউন্ডার যুবরাজের জনপ্রিয়তায় বিন্দু মাত্রও মরিচা পড়েনি।  আন্তর্জাতিক ক্রিকেটে স্বল্প ওভারের ফরম্যাট টি২০ এর বয়স কম হলেও যুবরাজ-আফ্রিদিদের মত খেলোয়াড়দের কল্যাণে তা আজ বিশ্ব দরবারে অধিকতর জনপ্রিয়।

এ জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও (আইসিসি) চাইছে একটু অন্যভাবে ভাবতে এই ফরম্যাটকে ঘিরে। সেই জন্য আগের টি-২০ বিশ্বকাপের সেরা দশটি মুহূর্তের একটি তালিকা প্রকাশ করল আইসিসি৷ তাতে তিন নম্বরেই জায়গা পেয়ে গেলেন ভারতের যুবরাজ সিং৷

অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে টি-২০ সিরিজের শেষ ম্যাচে দারুণ পারফর্ম করার পুরস্কার পেলেন যেন৷ বিশ্বকাপে যুবরাজের ছ'টি ছক্কার রেকর্ডটিকে সেই তালিকার তিন নম্বরে রেখেছে আইসিসি৷ ২০০৭ টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে ছ'টি ছক্কা মেরেছিলেন যুবি৷ সেবার ১২ বলে অর্ধশতরান করে রেকর্ড করেছিলেন যুবরাজ৷ সেই রেকর্ডটিকেই বিশ্বকাপের ইতিহাসে রাখতে চেয়েছিল আইসিসি৷ ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ জয়, পাকিস্তানের বিরু‌দ্ধে শ্রীসন্থের দারুণ ক্যাচ, ব্রেট লি'র হ্যাটট্রিক, ইংল্যান্ডের বিশ্বকাপ জয়সহ একাধিক মুহূর্ত জায়গা পেয়েছে তালিকাটিতে৷

এছাড়া ২০০৭ টি-২০ বিশ্বকাপেকেনিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কার ২৬০ রানের ইনিংসটিও রয়েছে সেই তালিকায়৷ আইসিসির তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই টি-২০ বিশ্বকাপ গোট দুনিয়াজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে৷ তাই টুর্নামেণ্টের সেরাদের কুর্নিশ জানাতেই এই উদ্যোগ নিয়েছে তারা৷ তালিকাটি শীঘ্রই প্রকাশ করবে তারা৷

১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে