মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ১২:৩২:৪২

মরার পর যে মহৎ কাজটির মাধ্যমে বিশ্বকে কাঁদাচ্ছেন ডালমিয়া!

মরার পর যে মহৎ কাজটির মাধ্যমে বিশ্বকে কাঁদাচ্ছেন ডালমিয়া!

স্পোর্টস ডেস্ক : মারা যাওয়ার মাধ্যমে একটি মহৎ কাজ সম্পন্ন হয়েছে ডালমিয়ার। বাংলাদেশের অকৃতিম বন্ধু প্রয়াত ডালমিয়ার এ বিষয়টি জানার পরে এখন কাঁদছে গোটা বিশ্ব।

আইসিসির চেয়্যারমান থাকার সময়ে বাংলাদেশকে সহযোগিতা করেছেন প্রয়াত জগমোহন ডালমিয়া। ডালমিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেও চিকিৎসকরা দেননি কোনো কঠিন বার্তা।

৩ দিনের মধ্যে হাসপাতাল থেকে তাকে রিলিজ দেয়া হবে বলে জানানো হয়। কিন্তু ঠিকই রিলিজ দেয়া হয় তবে মৃত ডালমিয়াকে।
মারা যাওয়ার বহু আগেই নিজের চোখজোড়া দান করে গিয়েছেন তিনি।  

এদিন বিসিসিআই-এর তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, একসময় চক্ষুদানের মাধ্যমে দৃষ্টিহীনতা দুরীকরণের প্রকল্পে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন ডালমিয়া।
 
সুশ্রুত আই ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টারকে চক্ষু দান করে গেছেন তিনি। তার চক্ষুতে পৃথিবীর রুপ দেখবে কোনো এক দৃষ্টিহীন মানুষ।
২২ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে