মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:১৭:৫৩

টাইগারদের গ্রুপ সেরা হওয়ার ম্যাচটিতে ভক্তদের জন্য দুঃসংবাদ

টাইগারদের গ্রুপ সেরা হওয়ার ম্যাচটিতে ভক্তদের জন্য দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক: যুব বিশ্বকাপে আজ বাংলাদেশ ক্রিকেট দল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মাঠে নামতে যাচ্ছে। এরই মধ্যে স্কটল্যান্ডকে হারিয়ে চতুর্থবারের মতো যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ নামিবিয়ার বিপক্ষে জয় পেলে গ্রুপসেরা হবে টাইগার বাহিনী।

 
স্থানীয় সময় আজ সকাল ৯টায় কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে গ্রুপপর্বে বাংলাদেশ ও নামিবিয়া ম্যাচ। যে ম্যাচটিতে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ, সেই ম্যাচটিকে কেন্দ্র করে টাইগার ভক্তদের জন্য একটি দুঃসংবাদ আছে। সেটি হলো এই ভেন্যু থেকে টেলিভিশন সম্প্রচারের কোনো ব্যবস্থা না থাকায় দর্শককে অবশ্য এই ম্যাচটাও সরাসরি দেখা থেকে বঞ্চিত থাকতে হবে।
 
এমনিতে নামিবিয়া ও বাংলাদেশের ক্রিকেটের কোনো তুলনাই চলে না। বাংলাদেশ একদিকে উড়তে থাকা এক টেস্ট খেলুড়ে দেশের যুব দল। অন্যদিকে নামিবিয়া এখনও ক্রিকেটে জায়গাই শক্ত করতে পারেনি। কিন্তু চলতি বিশ্বকাপে দু’ দল একেবারে সমানে সমান। দু’ দলই এ পর্যন্ত স্কটল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। আজকের লড়াইয়ে যে জিতবে, সেই গ্রুপ চ্যাম্পিয়ন।
 
বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কাছে এই অখ্যাত ম্যাচটাই ফাইনাল। কারণ, আজকের ম্যাচে জিতলে তারা কোয়ার্টার ফাইনালের পাশাপাশি পরের ধাপের জন্যও পথটা সহজ করে ফেলতে পারেন। আজ বাংলাদেশ জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে তাদের খেলা পড়বে নেপালের বিপক্ষে। আর এই ম্যাচের পরাজিত দলকে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে হবে ভারতের।
২ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে