মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:২৫:২৩

অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান ফিঞ্চের ইনজুরি রিপোর্ট

অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান ফিঞ্চের ইনজুরি রিপোর্ট

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া ক্রিকেট দলের মারকুটে ব্যাটসম্যান ও অধিনায়ক অ্যারন ফিঞ্চ হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টুয়েন্টি ম্যাচটি খেলতে পারেননি। তবে তার ইনজুরিটি খুব বেশি গুরুতর নয় বলে জানিয়েছেন দলের ফিজিও অ্যালেক্স কোন্তুরিয়াস। তিনি জানান টি-২০ বিশ্বকাপের আগেই ফিঞ্চ পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।

তিনি আরও জানান,  স্ক্যান রিপোর্টে দেখা গেছে- ফিঞ্চের ইনজুরিটি খুব বেশি বড় আকারের নয়। এর জন্য তার কোন অস্ত্রোপচারও প্রয়োজন নেই। তবে কিছুদিন বিশ্রামে থাকতে হবে তাকে। সেই সাথে এসময় পুনবার্সনের প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে ফিঞ্চকে। আসন্ন ওয়ার্ল্ড টি টোয়েন্টিতে ১৮ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করবে অস্ট্রেলিয়া।
২ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে