মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:০২:৫৮

রোনালদোর হ্যাট্রিকে বিশাল জয় পেল জিদানের রিয়াল

রোনালদোর হ্যাট্রিকে বিশাল জয় পেল জিদানের রিয়াল

স্পোর্টস ডেস্ক: ফরাসী তারকা জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নেওয়ার পর একের পর এক ম্যাচ জিতে চলেছে ক্লাবটি। জিদান কোচের দায়িত্ব নেয়ার পর এখন পর্যন্ত চার ম্যাচে রিয়াল ম্যাচ খেলেছে চারটি। আর এই চার ম্যাচে ১৭ গোলসহ পয়েন্ট পেয়েছে ১০। একটি ম্যাচেও হারেনি বরং জিতেছে বড় বড় ব্যবধানে। সবশেষ এস্পানিওলকে বিধ্বস্ত করে ৬-০ গোলের বিশাল জয় পেয়েছে রিয়াল। আর এই ম্যাচে হ্যাট্রিক করেছেন পুর্তগাল তারকা ক্রিস্তিয়ানো রোনালদো।

সোমবার রাতে খেলার ১২ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন রোনাদো। এরপর ৪৫ ও ৮২ মিনিটে আরো দুই গোল করে পূরণ করেন হ্যাটট্রিক। তাতে একটা রেকর্ডও গড়েছেন তিনি। এক মৌসুমে নির্দিষ্ট কোনো দলের বিপক্ষে সবচেয়ে বেশি গোল করার কীর্তি গড়েছেন পর্তুগিজ অধিনায়ক।

এস্পানিওলের মাঠে গিয়ে একাই ৫ গোল দিয়ে আসা রোনালদো এবার ঘরের মাঠে হ্যাটট্রিক করে প্রথম খেলোয়াড় হিসেবে করেছেন ৮ গোল। তাঁর রেকর্ডের ম্যাচে সপ্তম মিনিটে রিয়ালকে এগিয়ে নিয়েছিলেন করিম বেনজিমা। বাকি দুই গোলের একটি করেছেন হামেস রোদ্রিগেস, বাকিটা এসেছে দুয়ার্তের আত্মঘাতী গোল থেকে। প্রতিপক্ষদের রীতিমতো কাঁপিয়ে দেওয়া নতুন এই রিয়ালের সাফল্যের পুরো কৃতিত্বটাই রোনালদো দিয়েছেন জিদানকে। ফরাসি কিংবদন্তিকে প্রশংসায় ভাসিয়ে বললেন, ‘পুরো দলটা ভীষণ পরিশ্রম করছে। গত তিন সপ্তাহের মাঠের ফলই আপনাকে সব বলে দেবে। জিজু (জিদান) ভিন্ন ধাঁচের ধারণা নিয়ে এসেছেন, সেটা আমরা এভাবেই ধরে রাখতে চাই। জিজু অসাধারণ কাজ করছেন।’ এই জয়ে ৪৭ পয়েন্ট নিয়ে রিয়াল তালিকার তৃতীয় স্থানে থাকলেও নগর প্রতিপক্ষ অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান নামিয়ে এনেছে ১-এ।এএফপি
২ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে