শনিবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৪৬:৩১

নিজের স্বপ্নের একাদশের সেরা ৫ ক্রিকেটারের নাম জানালেন শেবাগ

নিজের স্বপ্নের একাদশের সেরা ৫ ক্রিকেটারের নাম জানালেন শেবাগ

স্পোর্টস ডেস্ক: ভারতের কিংবদন্তি ক্রিকেটার বীরেন্দর শেবাগ জানিয়েছেন, স্বপ্নের ওয়ানডে একাদশ গড়ার দায়িত্ব পেলে তিনি প্রথমে কোন পাঁচজন খেলোয়াড়কে বেছে নেবেন। শেবাগের স্বপ্নের একাদশে ভারতীয় ক্রিকেটারই আছেন তিনজন।

৪৪ বছর বয়সি শেবাগ তার স্বপ্নের ওয়ানডে একাদশে রেখেছেন ভারতের তিনজন ক্রিকেটারকে। যাদের মধ্যে দুজনই তার সাবেক সতীর্থ। এ ছাড়া অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে একজন করে ক্রিকেটার আছেন শেবাগের স্বপ্নের একাদশে।

শেবাগ প্রথমেই রেখেছেন তার সাবেক সতীর্থ ও ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মাকে। গত বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরির সুবাদে ৬৪৮ রান করা রোহিতকে নির্বাচন করা শেবাগের জন্য একটি সহজ পছন্দ ছিল।

তার পর শেবাগ বেছে নিয়েছেন আরেক সাবেক সতীর্থ ও ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে। ওয়ানডে ক্রিকেটে কোহলির রেকর্ড বলে দেয় তাকে কেন নেওয়া হয়েছে।
এই কিংবদন্তি ডানহাতি ব্যাটসম্যান তার চমৎকার ক্যারিয়ারজুড়ে ৪৬টি সেঞ্চুরি করেছেন। কোহলির অন্তর্ভুক্তিও শেবাগের জন্য আরও একটি সহজ নির্বাচন ছিল।

অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারকে তার পর রেখেছেন শেবাগ। ওয়ার্নার শেবাগের মতো একই স্টাইলে ব্যাট করেন, তাই এই সাবেক ভারতীয় ওপেনারের জন্য ওয়ার্নার স্বয়ংক্রিয় পছন্দ ছিল।

যদিও বর্তমানে ওয়ার্নারের ব্যাট হাতে ভালো সময় যাচ্ছে না, তবে পরিসংখ্যান দেখলেই তার সমৃদ্ধ ক্রিকেট ক্যারিয়ারের প্রমাণ মেলে। তার পর শেবাগ যাকে বেছে নিয়েছেন, সে নামটি একটি অবাকই করেছে।

নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপসকে সেরা একাদশে রেখেছেন শেবাগ। ফিলিপস এখনো ৫০ ওভারের বিশ্বকাপে খেলেননি এবং নিজের দেশের হয়ে মাত্র ১৬টি ওয়ানডে খেলেছেন।

গত বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিলিপসের পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছিলেন শেবাগ। সেই টুর্নামেন্টে শ্রীলংকার বিরুদ্ধে ফিলিপস দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন।

শেবাগের আশা, ওয়ানডে বিশ্বকাপেও ফিলিপস দারুণ কিছু করে দেখাবে। পাঁচ ক্রিকেটারের মধ্যে একমাত্র বোলার হিসেবে শেবাগ রেখেছেন জাসপ্রিত বুমরাহকে। বছরখানেক ধরে চোটে ভুগেছেন বুমরাহ। তবে বিশ্বকাপের আগে ফিট হয়ে গেছেন তিনি। শেবাগ নিজেও বুমরাহর একজন ভক্ত, তাই অনুমিতভাবেই বুমরাহকে এ তালিকায় রেখেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে