সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩, ০১:৫৬:৫৪

মাঠের বাহিরে বন্ধুত্বের প্রমাণ দেখালেন দুই দেশের দুই পেসার

মাঠের বাহিরে বন্ধুত্বের প্রমাণ দেখালেন দুই দেশের দুই পেসার

স্পোর্টস ডেস্ক: ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের মুখোমুখি হওয়া মানেই একে অপরকে দেখে নেওয়ার হমকি। মাঠের মধ্যে লড়াই হলেও ক্রিকেটারেরা যে মাঠের বাইরে একে অপরের বন্ধু তা প্রমাণ করে দিলেন শাহীন শাহ আফ্রিদি। যদিও এর আগে একাধিক বার দুই দেশের ক্রিকেটারদের মধ্যে মাঠের বাইরে বন্ধুত্ব দেখা গিয়েছে। সেই তালিকায় নাম লেখালেন শাহীনও। সদ্য বাবা হওয়া বুমরাহকে উপহার তুলে দিলেন তিনি।

রবিবার কলম্বোয় বৃষ্টির কারণে পুরো ম্যাচ খেলা হয়নি। সোমবার রিজার্ভ দিনে খেলা হবে। তার আগে রবিবার বুমরাহর হাতে উপহার তুলে দিলেন শাহীন।

সদ্য বাবা হওয়ার কারণেই উপহার দিলেন বুমরাহকে। পাকিস্তান ক্রিকেট বোর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে, বুমরাহকে ডেকে তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন শাহীন। এ সময় পাক পেসার বলেন, ‘তোমার সন্তানকে ঈশ্বর আশীর্বাদ করুন। এক দিন সে নতুন বুমরাহ হয়ে উঠবে, এই আশা করি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে