সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৫৩:২২

ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারের রেকর্ড পাকিস্তানের

ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারের রেকর্ড পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের আগে যেন উড়ছিল পাকিস্তান। বাইশগজে ব্যাট-বলে রাজত্বে ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষস্থান দখল নিয়েছিল বাবর আজম এন্ড কোং। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়েও অপ্রতিরোধ্য দেখাচ্ছিল ম্যান ইন গ্রিনদের। সব বিভাগে ধারাবাহিক দলটারই কি না এমন ভরাডুবি! 

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের দেওয়া ৩৫৭ রান তাড়া করতে নেমে মাত্র ১১৮ রানে অলআউট হয়ে গেছে বাবররা। আর তাতে ২২৮ রানের বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান।  দুই দলের মধ্যকার লড়াইয়ে সবচেয়ে বড় ব্যবধানের হারের রেকর্ডও এটি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে