বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ০১:৫৪:১১

খেলতে গিয়ে অক্সিজেন টিউব দিয়ে কতক্ষণ শ্বাস নেবেন মেসিরা?

খেলতে গিয়ে অক্সিজেন টিউব দিয়ে কতক্ষণ শ্বাস নেবেন মেসিরা?

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে লিওনেল মেসির আর্জেন্টিনা এখন বলিভিয়ার লাপাজে অবস্থান করছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৬৫০ মিটার ওপরে অবস্থিত লাপাজ বহিরাগতদের জন্য আতঙ্কের নাম। 

উচ্চতার কারণে এখানে অন্য দেশ থেকে আসা পর্যটকেরা শ্বাস-প্রশ্বাসের সমস্যায় পড়েন। অথচ এই লাপাজের এর্নান্দেজ সাইলেস স্টেডিয়ামেই আজ রাত ২টায় বাছাই পর্বের ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার অসংখ্য সমর্থকের একটাই প্রশ্ন, যে জায়গায় শ্বাস-প্রশ্বাস নিতেই এতটা সমস্যা হয়, সেখানে ৯০ মিনিটের ফুটবল ম্যাচ কিভাবে খেলবেন মেসিরা? পূর্বপ্রস্তুতি হিসেবে অক্সিজেন টিউবসহ লাপাজে পা রেখেছে লিওনেল স্কালোনির দল। 

সোশ্যাল সাইটে ছড়ানো কিছু ছবিতে মেসিদের এই টিউব থেকে শ্বাস নিতেও দেখা যাচ্ছে। কিন্তু কী আছে এই অক্সিজেন টিউবে? কতক্ষণই বা শ্বাস নেওয়া যাবে এর সাহায্যে? 

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ‘বুস্ট অক্সিজেন’ নামের একটি প্রতিষ্ঠান তৈরি করেছে এই অক্সিজেন টিউব। এর মাধ্যমে মেসি-ডি মারিয়ারা ৯৫ শতাংশ বিশুদ্ধ অক্সিজেন টানতে পারবেন।

একটি টিউব দিয়ে সেকেন্ডে একবার করে মোট ২০০ বার শ্বাস নেওয়া যায়। এ ধরনের অক্সিজেন টিউবের প্রতিটির দাম ১০ থেকে ৩৩ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১০৯৭ থেকে ৩২৯৩ টাকার মতো।
বলিভিয়ায় আর্জেন্টিনা দল এ পর্যন্ত ১৫টি ম্যাচ খেলেছে। এর মধ্যে পাঁচটিতে জয়, তিনটি ড্র এবং পরাজিত হয়েছে সাতটি ম্যাচে।

এর মাঝে বলিভিয়ার বিপক্ষে ১৩টি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। সাতটি পরাজয়ের বিপরীতে জয় মাত্র চারটি। বাকি দুই ম্যাচ ড্র হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালে আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ফুটবল দলও লাপাজে গিয়ে অক্সিজেন টিউব ব্যবহার করেছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে