স্পোর্টস ডেস্ক: ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে ফর্মের সঙ্গে লড়াই করছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তবে ‘হিটম্যান’ খ্যাত এই ব্যাটার চলতি এশিয়া কাপে বেশ ছন্দে আছেন। এখন পর্যন্ত তিন ম্যাচে দুটি ফিফটি তুলে নিয়েছেন। দলের ইনিংস গড়ায়ও রেখেছেন অবদান। একই সঙ্গে এশিয়া কাপে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটাও নিজের দখলে নিয়েছেন রোহিত।
ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপের ইতিহাসে রোহিত শর্মা সর্বোচ্চ ২৮টি ছক্কা মেরেছেন। গতকাল মঙ্গলবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার ফোর পর্বের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৮ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৫৩ রান করেন রোহিত। এই ইনিংস খেলার পথেই ৩৬ বছর বয়সী এই ওপেনার নতুন রেকর্ড গড়েন।
এত দিন ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে সর্বোচ্চ ছক্কার মালিক ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। সাবেক বিধ্বংসী এই ব্যাটার ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে মোট ২৬টি ছক্কা মেরেছিলেন।
গতকাল রোহিত তাকে ছাড়িয়ে গেলেন। ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে তৃতীয় সর্বোচ্চ ছক্কা মেরেছেন শ্রীলঙ্কার সনাথ জয়সুরিয়া। তার ছক্কার সংখ্যা ২৩টি।