বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ১০:২১:২৪

নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করল আইসিসি

নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করল আইসিসি

স্পোর্টস ডেস্ক : আইসিসির হালনাগাদকৃত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় উন্নতি হয়েছে টাইগার দলপতি সাকিব আল হাসানের। তবে সতীর্থ লিটন কুমার দাস ও তামিম ইকবালের। তবে নিজের জায়গা ধরে রেখেছেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম।

বুধবার (১৩ সেপ্টেম্বর) নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। সেখান থেকে এ তথ্য পাওয়া যায়।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন সাকিব। ভারতের শ্রেয়াস আয়ার ও অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলকে পেছনে ফেলে ৩৪ নম্বরে ওঠে এসেছেন টাইগার দলপতি।

এ ছাড়া র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে নাজমুল হোসেন শান্তরও। এক ধাপ বর্তমানে তার অবস্থান ৮০ নম্বরে। এদিকে জ্বরের কারণে এশিয়া কাপের গ্রুপপর্বে খেলা হয়নি লিটনের। পরে সুস্থ্য হয়ে খেলেছেন সুপার ফোরের দুটি ম্যাচ। কিন্তু একটিতেও স্বরূপে ফেরা হয়ে ওঠেনি তার।

আর নিজের ছায়া হয়ে থাকার প্রভাবটা পড়েছে তার র‍্যাঙ্কিংয়ে। একধাপ পিছিয়ে ৪৭ নম্বরে নেমে গেছেন তিনি। পাশাপাশি কোমরের চোটে দলের বাইরে থাকা তামিম ইকবালেরও অবনতি হয়েছে স্বভাবতই। পেছানো লেগেছে তার একধাপ। অভিজ্ঞ এই ওপেনারের বর্তমান অবস্থান এখন।

এদিকে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন মুশফিকুর রহিম। ৬৪৬ রেটিং পয়েন্ট নিয়ে তিনি রয়েছেন ১৭ নম্বরে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে