বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:৫০:৪৩

শেষ ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশ জিতবে তো? আপনার অভিমত

শেষ ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশ জিতবে তো? আপনার অভিমত

স্পোর্টস ডেস্ক : চলমান এশিয়া কাপে এখনও পর্যন্ত বাংলাদেশের জয় কেবল একটি। মোটা দাগে বলতে গেলে, ব্যর্থই হয়েছে সাকিব আল হাসানের দল। তবে ভারতের বিপক্ষে জিতে অন্তত শেষটা রাঙাতে চান বাংলাদেশ অধিনায়ক। তবে এক্ষেত্রে আপনার অভিমত কী, জিততে পারবে তো?

ভারত ম্যাচের আগের দিন আজ কলোম্বোতে টিম হোটেলে গণমাধ্যমের মুখোমুখি হন সাকিব। এ সময় শুধু ভারতের বিপক্ষে জয়ের কথাই বলেন টাইগার এই অধিনায়ক, 'আমরা যদি শেষ ম্যাচ জিতে দেশে যেতে পারি অবশ্যই এটা আমাদের জন্য ভালো দিক হবে। এই ম্যাচ থেকে অন্যকিছু চাই না, শুধু জিততে চাই।

বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম কিংবা শক্তিমত্তা সবদিক বিবেচনায় আগামীকালের ম্যাচে স্পষ্ট ফেভারিট ভারত। তাই রোহিত শর্মার দলকে হারাতে হলে নিজেদের সেরাটাই দিতে হবে টাইগারদের। আর সেটা দিতে প্রস্তুত আছেন সাকিব।

ভারতের বিপক্ষে ম্যাচ সহজ হবে কিনা এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, 'খেলার পরে বলতে পারবো, আগে কিভাবে বলবো? সহজ হবে, না কঠিন হবে। আমরা যাবো, যতটা সম্ভব ভালো খেলা যায়, জেতার জন্য খেলবো।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে