রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:৪৬:০৪

সাফল্যের রহস্য ফাঁস করলেন সিরাজ নিজেই

সাফল্যের রহস্য ফাঁস করলেন সিরাজ নিজেই

স্পোর্টস ডেস্ক : এক সিরাজেই যেন লণ্ডভন্ড হয়ে গেল শ্রীলঙ্কা। এক ওভারেই তুলে নিয়েছিলেন চার উইকেট। এরপর শিকার করেছেন আরও দুটি। এশিয়া কাপের ফাইনাল খেলতে নেমে ভারতীয় এই পেসারের তোপে একেবারেই উড়ে গিয়েছে লঙ্কানদের ব্যাটিং লাইন-আপ। 

পরে ৫০ রানেই অলআউট হওয়া শ্রীলঙ্কাকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। সেই সঙ্গে লঙ্কানদের কাছ থেকে এশিয়া কাপের শিরোপাও পুনরুদ্ধার করেছে রোহিত শর্মারা। 

বোলিংয়ে একটি বদল এনেই সফল হয়েছেন সিরাজ। শ্রীলঙ্কার ইনিংস শেষে ব্রডকাস্টারকে সে কথাই জানান সিরাজ নিজেই। ভারতের হয়ে ওডিআই ক্রিকেটে নতুন বলেই সাধারণত বল করেন সিরাজ। 

কিন্তু সাধারণত ক্রস সিম (বলের সিমের সঙ্গে আঙুল থাকে আড়াআড়ি) ধরে বল করেন তিনি। ফলে পিচে বল সিমে পড়ে না। ক্রস সিমে বল করলে পিচে পড়ে কোনো বল লাফিয়ে ওঠে। আবার কোনো বল একটু নীচের দিকে থাকে। এভাবে বল ধরলে সাধারণত ইনসুইং বেশি হয়।

আজ ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে নিজের সিম বদলে ফেলেছিলেন সিরাজ। টুর্নামেন্টের অফিসিয়াল ব্রডকাস্টারকে ভারতীয় এই পেসার বলেন, ‘আমি সাধারণত ক্রস সিমে বল করি। কিন্তু এই ম্যাচে সিম ধরে বল করছিলাম। তাই ইনসুইংয়ের থেকে আউটসুইং বেশি হচ্ছিল। সেটাই কাজে লাগিয়েছে। বেশির ভাগ ব্যাটার আউটসুইংয়ে আউট হয়েছে।’

ব্যাটারদের পায়ের কাছে বল করেছেন সিরাজ। খেলতে বাধ্য করেছেন। যে লেংথে সিরাজ বলে করেছেন সেই লেংথ থেকে ব্যাটারদের শট খেলতে সুবিধা হয়। কিন্তু সেই লেংথে বল করেই সাফল্য পেয়েছেন ভারতীয় পেসার।

এ প্রসঙ্গে সিরাজ বলেন, ‘উইকেট থেকেই সব হচ্ছিল। বল সুইং করছিল। তাই আমি বেশি কিছু করার চেষ্টা করিনি। শুধু ব্যাটারের ব্যাটের কাছে বল করার চেষ্টা করেছি। তার পরে বাকি কাজ পিচ করেছে। ব্যাটারদের খেলানোর চেষ্টা করেছি। তাতেই সফল হয়েছি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে