রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:৫৭:১৪

পুরস্কারের অর্থ পুরোটাই মাঠকর্মীদের উপহার দিলেন সিরাজ

পুরস্কারের অর্থ পুরোটাই মাঠকর্মীদের উপহার দিলেন সিরাজ

স্পোর্টস ডেস্ক: এবারের এশিয়া কাপে পুরো টুর্নামেন্টজুড়ে বৃষ্টির আনাগোনা ছিল। এমনকি ভারত-পাকিস্তানের মধ্যকার সুপারফোরপর্বের একটি ম্যাচ গড়িয়েছে রিজার্ভ ডেতেও। তবে মাঠকর্মীদের অক্লান্ত পরিশ্রমে সেই ম্যাচটি ভালোভাবেই শেষ হয়েছিল।

মাঠকে খেলার উপযুক্ত করতে টুর্নামেন্টে লঙ্কান মাঠকর্মীদের প্রচেষ্টা ছিল চোখে পড়ার মতো। সেই কাজের স্বীকৃতিও পেলেন তারা। ক্রিকইনফো জানিয়েছে, ফাইনাল শেষে আজ (রোববার) শ্রীলঙ্কার মাঠকর্মীদের ৫০ হাজার ইউএস ডলার পুরস্কার দেওয়া হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ অর্ধকোটি টাকারও বেশি (৫৪ লাখ ৭৮ হাজার টাকা প্রায়)।

এদিকে ফাইনালে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মোহাম্মদ সিরাজ। আর্থিক পুরস্কার হিসেবে পেয়েছেন ৫ হাজার ডলার বা সাড়ে পাঁচ লাখ টাকার মতো।

পুরস্কার বিতরণী মঞ্চে উঠেই ভারতীয় এই পেসার ঘোষণা দিলেন, তার পুরস্কারের অর্থ পুরোটাই তিনি মাঠকর্মীদের উপহার দিতে চান।

প্রসঙ্গত, এবারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান হলেও ভারত সেখানে যেতে রাজি না হওয়ায় শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয় বেশিরভাগ ম্যাচ। শ্রীলঙ্কার মাটিতে ৯টি ম্যাচের মাত্র একটি ম্যাচই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। সেটি ছিল গ্রুপপর্বে ভারত-পাকিস্তানের লড়াই।

এরপর বেশ কয়েকটি ম্যাচে বৃষ্টি হানা দিলেও ভেজা আউটফিল্ড শুকাতে মাঠকর্মীদের দুর্দান্ত প্রচেষ্টায় খেলার ফল বের করা গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে