সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৫৮:৩৫

‘যে আখিরাতের জন্য কল্যাণকর নয়, সে বন্ধু হতে পারে না’

‘যে আখিরাতের জন্য কল্যাণকর নয়, সে বন্ধু হতে পারে না’

স্পোর্টস ডেস্ক : সদ্য শেষ হওয়া এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে দুর্দান্ত এক জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচে দারুণ বোলিং করে আলোচনায় এসেছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবের পুরোনো কিছু পোস্ট নিয়ে নেটদুনিয়ায় চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এবার সেই সাকিবের পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের পাইপলাইনে থাকা আরেক তরুণ পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী।

২০২০ সালে ইতিহাস গড়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের যুবারা। বিশ্বকাপজয়ী সেই দলে একই সঙ্গে খেলেছেন জুনিয়র সাকিব ও মৃত্যুঞ্জয়। রোববার (১৭ সেপ্টেম্বর) ফেসবুকে নিজের টাইমলাইনে সাকিবকে নিয়ে একটি স্ট্যাটাস দেন মৃত্যুঞ্জয়। যেখানে তিনি জানান, সাকিবকে অনেক কাছ থেকে দেখেই বন্ধু হিসেবে গ্রহণ করেছেন তিনি।

মৃত্যুঞ্জয় লেখেন, ‘আমি বরাবরই কিছু লিখতে চাই না এসব নিয়ে। তবে বন্ধু তানজিম হাসান সাকিব তোমার হেদায়েত আমি অনেক কাছ থেকে দেখেছি এবং তোমাকে আমি আমার বন্ধু হিসেবে গ্রহণ করেছি। আমি সবাইকে আমার বন্ধুত্বের জায়গা দিই না। কারণ, যে আখিরাতের জন্য কল্যাণকর নয়, সে বন্ধু হতে পারে না।

বন্ধু মনে রেখো আমরা দুনিয়ায় কোনো মানুষকে খুশি করতে আসিনি, আমরা শুধুই এসেছি আল্লাহকে খুশি করতে। তবে আমরা ভুলের ঊর্ধ্বে নয়।

আমরা বিশ্বাস করি, (গোটা দুনিয়ার) সব মানুষ যদি তোমার উপকার করতে একত্রিত হয়, তবে আল্লাহ তকদিরে যা লিখে রেখেছেন ততটুকু ছাড়া কেউ তার কোনো উপকার করতে পারবে না। আর সব মানুষ যদি একত্রিত হয়ে তোমার ক্ষতি করার চেষ্টা করে তবে আল্লাহ তোমার তকদিরে যা নির্ধারণ করে রেখেছেন, তা ব্যতিত অতিরিক্ত কোনো ক্ষতিই করতে পারবে না। কেননা কলম উঠিয়ে নেওয়া হয়েছে, কাগজগুলো শুকিয়ে গেছে। (তিরমিজি)

আমরা তো আমাদের দ্বিন ইসলাম প্রচার করছি এর বাইরে কিছুই না। তবে কি তারা বলতে চায় দ্বিন ছেড়ে দেও, ওল্লাহি (আল্লাহর কসম) হে আমার ভাইয়েরা তা কীভাবে সম্ভব? নিশ্চয়ই সে মূর্খ যে আখিরাতকে ছেড়ে দিয়ে দুনিয়াকে বেছে নিলো। ওল্লাহি (আল্লাহর কসম) দুনিয়ার সবকিছু মিলে আখিরাতের এক বিন্দুর সমান হবে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে