মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:৫৬:৩৮

বিশ্বকাপের আগেই স্বস্তির খবর পেলেন ভারতীয় এ পেসার

বিশ্বকাপের আগেই স্বস্তির খবর পেলেন ভারতীয় এ পেসার

স্পোর্টস ডেস্ক : আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আর সপ্তাহ দুয়েকও বাকি নেই। তার আগেই স্বস্তির খবর পেলেন মোহাম্মদ শামি। ভারতীয় এ পেসারের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন থেকে শুরু করে আরও একাধিক অভিযোগে মামলা দায়ের করেছিলেন সাবেক স্ত্রী হাসিন জাহান। 

সেই মামলায় এবার আদালতে আত্মসমর্পণ করে জামিন নিলেন শামি। ২০০০ রুপি ব্যক্তিগত বন্ডে আলিপুর আদালত শামির জামিন মঞ্জুর করেছে। 

সম্প্রতি সুপ্রিম কোর্টে উপস্থিত হয়ে ভারতীয় পেসারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির অনুরোধ জানিয়েছিলেন হাসিন জাহান। কিন্তু গ্রেফতারি পরোয়ানা জারি না করে আদালতের নির্দেশ ছিল, এক মাসের মধ্যে যাতে তিনি এসে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করেন। সেইমতো মঙ্গলবার আদালতে হাজিরা দিয়ে জামিন নিলেন শামি। 

এর আগে বিবাহ বিচ্ছেদ মামলায় ২০১৮ সালে শামির কাছে খোরপোষ হিসেবে সাত লাখ টাকা দাবি করেছিলেন হাসিন। পরে মেয়ের পড়াশোনার খরচ চালাতে তিনি আরও ৩ লাখ টাকা চান। প্রথমে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। 

পাঁচ বছর লড়াইয়ের পর চলতি বছরের ২৩ জানুয়ারি রায় হয় সে মামলায়। যেখানে শামির বিরুদ্ধে জিতেন মডেল-অভিনেত্রী হাসিন। ফলে সাবেক স্ত্রীকে প্রতি মাসে ১ লাখ ৩০ হাজার টাকা খরচ দিতে হতো শামির।

পরবর্তীতে পশ্চিমবঙ্গের সেশন্স কোর্টের তরফে শামির গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ জারি করা হয়। পাশাপাশি শামির মামলা খারিজ করে দেন দেশটির হাইকোর্ট। ফলে সুবিচার পাননি বলেই মনে হয়েছে হাসিন জাহানের। তাই সুবিচারের আশায় শামির বিরুদ্ধে সরাসরি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে তার হাসিন জাহান।

শীর্ষ আদালতের তরফে জানানো হয়, এক মাসের মধ্যে মামলাটির নিষ্পত্তি করতে হবে। সেই মতো জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে আলিপুর জেলা আদালতে মামলাটির শুনানি হয়। সেই মামলার শুনানিতেই শামিকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন বিচারক। এশিয়া কাপ শেষে দেশে ফিরেই জামিন পেলেন শামি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে