বুধবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:৪০:২৪

আমিরকে এবার অবিশ্বাস্য এক সুখবর দিল পিসিবি

আমিরকে এবার অবিশ্বাস্য এক সুখবর দিল পিসিবি

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ আমির পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে সেই পুরোনো মেজাজেই ফিরেছেন। নিউজিল্যান্ড সফরে গিয়ে টি-টোয়েন্টি ও ওয়ানডেতে বল হাতে আগের মতোই আগুন ঝড়িয়েছেন তিনি। এ কারণে আমিরের সঙ্গে এবার স্থায়ী চুক্তিতে আসতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড।

নিউজিল্যান্ড সফরে অসাধারণ সাফল্যের জন্য এ চুক্তিতে আসছেন মোহাম্মদ আমির। পিসিবির বরাত দিয়ে এখব্র প্রকাশ করেছে বার্তা সংস্থা পিটিআই।

খবরে বলা হয়, আগামী সপ্তাহেই আমিরের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি নিয়ে কথা বলতে পারেন বোর্ড চেয়ারম্যান শাহরিয়ার খান।

পিটিআই জানায়, ‘আমিরকে জাতীয় দলে ফিরতে নিজ দেশের ক্রিকেটারদের মন জয় করতে হয়। এ ছাড়া নিউজিল্যান্ড সফরেও তাকে মাঠে উপস্থিত দর্শকরা অপমান করেন। এরপরও আইসিসির পুনর্বাসন প্রক্রিয়ার নিয়ম মেনে আমির কোনো প্রতিবাদ করেননি। ফলে তাকে, পিসিবি’র ‘সি’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হতে পারে’।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তির আওতায় ‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা মাসে দুই লাখ রূপি পেয়ে থাকেন। এ ছাড়া ম্যাচ ফি’র অর্থ এবং বিভিন্ন ভাতা-বোনাসও পেয়ে থাকেন ক্রিকেটাররা।
৩ ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে