বুধবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:৫৮:২৩

কোয়ার্টার ফাইনালের অধিকাংশ দলই এশিয়ার

কোয়ার্টার ফাইনালের অধিকাংশ দলই এশিয়ার

স্পোর্টস ডেস্ক: এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শেষ আট দলের মধ্যে পাঁচটি দলই এশিয়া মহাদেশের। কোয়ার্টার ফাইনালে অংশ নেয়া দলগুলো হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল।

বাংলাদেশ আগামী শুক্রবার (৫ ফেব্রুয়ারি) প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে নেপালের। ৬ ফেব্রুয়ারি ফতুল্লায় মুখোমুখি হবে ভারত-নামিবিয়া। শ্রীলঙ্কা ৭ ফেব্রুয়ারি মিরপুরে মুখোমুখি হবে ইংল্যান্ডের। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি ৮ ফেব্রুয়ারি, ফতুল্লায়। সেমিফাইনালে একটি দল যে দক্ষিণ এশিয়ার হচ্ছে, তা নিশ্চিত। বাংলাদেশ-নেপালের মধ্যে একটি দল সেমিফাইনালে তো যাচ্ছেই। কে জানে, বাকি তিনটি দলও এশিয়ারই হয় কি না!
৩ ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে