শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৩০:৩৬

তামিম ইকবাল যেন কথার বাধ খুলে বসলেন

তামিম ইকবাল যেন কথার বাধ খুলে বসলেন

স্পোর্টস ডেস্ক: তামিম ইকবাল যেন কথার বাধ খুলে বসলেন। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন, নিজের চেনা আঙিনায়। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও ছিলেন, তবে বৃষ্টির জন্য ব্যাটিং করা হয়নি। আজ দ্বিতীয় ওয়ানডেতে খেলেন ৪৪ রানের ইনিংস।

চোট কাটিয়ে ফিরে শুরুতে অস্বস্তিতে থাকলেও পরে নার্ভাসনেস কাটিয়ে উঠেছেন। তামিম নিজেও অবশ্য অস্বস্তির বিষয়টি অস্বীকার করেননি, ‘মাঠে নেমে ভালো লাগছে। ফিল্ডিংয়ের ৫০ ওভার আর ব্যাট হাতে ২০ ওভার, ভালোই লাগছিল। তবে এখনও অস্বস্তি রয়েছে।

স্টিল লটস অব ডিসকমফোর্ট ইন মাই ব্যাক। ফিজিও এবং আমিও চেষ্টা করছি কাটিয়ে ওঠার। তবে এটা সত্যি, এখনও কিছুটা অস্বস্তি আছে।’ ৫৮ বলের ইনিংসে ৭টি বাউন্ডারি।

ইশ সোধিকে উইকেট দেয়ার আগে খেলেছেন দৃষ্টিনন্দন কিছু শটস। আড়াই মাসের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে প্রথম ইনিংসের পর আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন।

তামিম বলেন, ‘সত্যি বলতে আমি নার্ভাস ছিলাম। যদি বলি সাধারণ একটা ম্যাচ, সত্যি কথা বলা হবে না। গত কয়েক মাস যা হয়েছে, আমি যখন ব্যাট করতে নামছিলাম, অবশ্যই নার্ভাস লাগছিল। তবে প্রথম ওভারের পরই কেটে গেছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে