স্পোর্টস ডেস্ক : রেকর্ড পাঁচবারের ফাইনালিস্ট পাকিস্তানের সঙ্গে সেমিফাইনালে সাক্ষাৎ হতে পারে যুব টাইগারদের। দুইবারের চ্যাম্পিয়ন ও বর্তমান রানার্সআপ পাকিস্তান কোয়ার্টার ফাইনালে খেলছে গ্রুপ সেরার মর্যাদা নিয়েই। চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ‘বি’ গ্রুপে গতকাল তারা জয় পেয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে।
এতে আসরের চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ। কোয়ার্টারের বাধা পার করলে ওই ম্যাচের বিজয়ী দলের সঙ্গে সেমিফাইনাল নামবে বাংলাদেশ। গত আসরের ফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে হার দেখে পাকিস্তান। এবার বাংলাদেশের কাছে হার নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। বর্তমান চ্যাম্পিয়নরা এবার খেলছে আসরের তলানির ৮ দল নিয়ে প্লেট পর্বে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গতকাল পাকিস্তান দলে দেখা গেল ‘ওয়ান ম্যান শো’। ব্যাটে-বলে চৌকস নৈপুণ্য দেখালেন পাকিস্তানের তরুণ অলরাউন্ডার হাসান মহসিন।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ২৩ রানে জয় কুড়ায় পাকিস্তান। এতে সুপার লীগের কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের মোকাবিলা করবে তারা। কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কার প্রতিপক্ষ ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড। গতকাল মিরপুর শেরে বাংলা মাঠে টস জিতে প্রতিপক্ষ পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান লঙ্কান অধিনায়ক চারিত আসালাঙ্কা। আর পাকিস্তানের টপঅর্ডার ও লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা দেখান ভিন্ন ছবি। ব্যাট হাতে ক্রিজে মানিয়ে পরে উইকেট বিসর্জন দেন পাকিস্তানের শীর্ষ চার ব্যাটসম্যান।
শুরুর চার ব্যাটসম্যান ব্যক্তিগত দুই অঙ্কের রানের কোটায় পৌঁছলেও এতে সর্বোচ্চ ইনিংসটা ছিল ২৪ রানের। আর পাকিস্তান দলের শেষ পাঁচ ব্যাটসম্যান সাজঘরে ফেরেন ব্যক্তিগত এক অঙ্কের রানে। এতে পাঁচ ব্যাটসম্যানের ব্যক্তিগত সংগ্রহ ছিল যথাক্রমে ৫, ২, ১, ৩ ও ১ রান। তবে ক্রিজের এক প্রান্ত আগলে থাকেন হাসান মহসিন। পাঁচ নম্বরে ব্যাট হাতে মহসিন খেলেন ৮৬ বলে ৮৬ রানের অসাধারণ এক ইনিংস এতে তিনি হাঁকান ৮টি বাউন্ডারি ও একটি ছক্কা।
শেষ পর্যন্ত ৮ বল বাকি রেখে ২১২ রানে গুটিয়ে যায় পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ইনিংস। জবাবে পেন্ডুলামের মতো দোদুল্যমান দেখাচ্ছিল লঙ্কানদের ব্যাটিংটা। স্কোর বোর্ডে ৬৪ রান জমা পড়তেই চার উইকেট খুইয়ে বসে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। এতে সাজঘরে ফিরে যান আসরে শ্রীলঙ্কার ইনফর্ম দুই ব্যাটসম্যান চারিত আসালাঙ্কা ও শাম্মু আহসানও। আর পাকিস্তানের বল হাতেও নৈপুণ্য দেখান হাসান মহসিন। দলকে প্রথ সাফল্য এনে দেন এ তরুণ পেসার। দুই লঙ্কান ওপেনারকে সাজঘরের পথ দেখান মহসিন।
তবে পঞ্চম উইকেটে কামিন্দু মেন্ডিস ও বিষাদ রানদিকার জুটিতে ম্যাচে ফেরে লঙ্কানরা। এ জুটিতে স্কোর বোর্ডে জমা পড়ে ৮৪ রান। এতে ৩৪ ওভার শেষে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের সংস্রহ পৌঁছে ১৪৭/৪-এ। কিন্তু ব্যক্তিগত ৬৮ রানে বিদায় নেন মেন্ডিস। পরে অল্পতে উইকেট দেন রানদিকাও। এতে ৪০ ওভার শেষে শ্রীলঙ্কা দলের সংগ্রহ দাঁড়ায় ১৬৪/৭। শেষ পর্যন্ত ১৮৯ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। পাকিস্তানি তরুণ অফস্পিনার সাদাব খান ৩১ রানে নেন তিন উইকেট।
মিরপুর শেরে বাংলা মাঠে ইংল্যান্ড-শ্রীলঙ্কা কোয়ার্টার ফাইনাল লড়াই আগামী ৭ই ফেব্রুয়ারি। ফতুল্লা মাঠে পরদিন আসরের শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ। এবারের বিশ্বকাপের ‘এ’ গ্রুপে শতভাগ সাফল্য নিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এতে আসরের প্রথম ম্যাচে মিরাজবাহিনী হারের স্বাদ দেয় শিরোপাধারী দক্ষিণ আফ্রিকাকে।
টাইগার যুবারা গ্রুপের পরের দুই ম্যাচে অনায়াস জয় পায় স্কটল্যান্ড ও নামিবিয়ার বিপক্ষে। আর এবারের আসরের আলোচিত দল নামিবিয়ার বিপক্ষে টাইগার যুবারা দেখান রেকর্ডগড়া নৈপুণ্য। ম্যাচের শুরুতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৬৫ রানে গুঁড়িয়ে দেয় নামিবিয়াকে। চলতি বিশ্বকাপে এটা দলীয় সর্বনিম্ন রানের রেকর্ড। এবার ‘সি’ গ্রুপে ইংল্যান্ড ও ‘ডি’ গ্রুপে ভারতও কোয়ার্টার ফাইনালে পৌঁছে টানা তিন জয় নিয়ে। -এমজমিন
কোয়ার্টার ফাইনাল সূচি
৫ই ফেব্রুয়ারি বাংলাদেশ-নেপাল, মিরপুর
৬ই ফেব্রুয়ারি ভারত-নামিবিয়া, ফতুল্লা
৭ই ফেব্রুয়ারি ইংল্যান্ড-শ্রীলঙ্কা, মিরপুর
৮ই ফেব্রয়ারি পাকিস্তান-ও.ইন্ডিজ, ফতুল্লা।
৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস