রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ১০:০৬:১৬

এবার যে গুরুতর অভিযোগ আনলেন মেসি!

এবার যে গুরুতর অভিযোগ আনলেন মেসি!

স্পোর্টস ডেস্ক: গত বছর লিওনেল মেসির জাদুতে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। সেই কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছিলেন মেসিরা। তখন মেসি খেলতেন ফ্রান্সেরই ক্লাব পিএসজিতে। এই গ্রীষ্মে দলবদলের সময় প্যারিস ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো মেসির দাবি, আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের শিরোপা জয় করে ফেরার পর তাকে স্বীকৃতি দেয়নি ফরাসি ক্লাবটি!

ফ্রান্স দলের কিলিয়ান এমবাপ্পেসহ অনেকেই পিএসজিতে মেসির সতীর্থ ছিলেন।

বর্তমানে মেসি খেলছেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে। সম্প্রতিতে এক সাক্ষাৎকারে গুরুতর অভিযোগ এনে মেসি বলেন, ‘(আর্জেন্টিনা দলের) ২৫ জনের মধ্যে আমিই একমাত্র খেলোয়াড়, যে ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা পাইনি। ব্যাপারটা বুঝতে পেরেছি। কারণ আমাদের কারণেই ওরা (ফ্রান্স) বিশ্বকাপ ধরে রাখতে পারেনি।

প্যারিসের ক্লাবটিতে সংবর্ধনা না পাওয়ার কারণটাও জানেন মেসি। তিনি বলেন, ‘তবে এটি ঠিক যে, আমিই ওই দলের খেলোয়াড় যারা তাদের (ফরাসিদের) দলকে ফাইনালে হারিয়েছে, টানা দ্বিতীয় বিশ্বকাপ জিততে দেয়নি। এটি বাস্তবতা।’ মেসির এমন বক্তব্যের পর মুখ খুলেছেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি।

খেলাইফির দাবি, পিএসজিতে তারা মেসিকে সংবর্ধনা দিয়েছেন। ট্রেনিংয়ে তাকে সম্মান দেখানো হয়েছে। এমনকি ব্যক্তিগতভাবেও মেসিকে সম্মান দেখানো হয়েছে। খেলাইফি বলেন, ‘সকলেই দেখেছে (সংবর্ধনা দিয়েছি কি না), কারণ এটার ভিডিও প্রকাশ করা হয়েছিল। মেসিকে নিয়ে আমরা পিএসজির অনুশীলনে উদযাপন করেছি, এমনকি ব্যক্তিগতভাবে আমরা তার সঙ্গে তার বিশ্বকাপ উদযাপন করেছি।

এটা ঠিক যে, স্টেডিয়ামে বড় পরিসরে মেসিকে সংবর্ধনা দেয়নি পিএসজি। এটি স্বীকার করে খেলাইফি বলেন, ‘কিন্তু সম্মানের সঙ্গে বলছি, আমরা ফ্রান্সের ক্লাব। স্টেডিয়ামে মেসির বিশ্বকাপ উদযাপন করা অবশ্যই খুব স্পর্শকাতর হতো। যে দেশকে মেসি হারিয়েছে, ওই দেশকে, তার দলের সতীর্থদের সম্মান এবং সমর্থন দিতে হতো।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে