মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:৪৩:৪১

যে ইস্যুতে পাপনের কাছে সাকিব-হাথুরুর নালিশ!

যে ইস্যুতে পাপনের কাছে সাকিব-হাথুরুর নালিশ!

স্পোর্টস ডেস্ক: দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। আগামী ৫ অক্টোবর পর্দা উঠবে বৈশ্বিক এই মহাযজ্ঞের। বৈশ্বিক এই টুর্নামেন্ট শুরু হতে কেবল বাকি আর দশদিন।

কিন্তু এখনও বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিউজিল্যান্ড সিরিজে কয়েকজন ক্রিকেটারের পাফরম্যান্স দেখে চূড়ান্ত স্কোয়াড দেবে বোর্ড।

কিন্তু কিউইদের বিপক্ষের শেষ ওয়ানডে আর স্কোয়াড ঘোষণার ডেডলাইনের একদিন আগে হুট করেই আবারো নতুন এক নাটকের জন্ম দিয়েছেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। বিশ্বকাপ শুরুর আগেই বিসিবিকে তিনি রীতিমতো বেধে দিয়েছেন শর্ত।

তামিম নির্বাচকদের বলেছেন, যদি তাকে বিশ্বকাপ দলে নেওয়া হয়, তাহলে এটা (শতভাগ ফিট নন) মেনে নিয়েই নিতে হবে। দলে থাকলে তিনি তার সর্বোচ্চটা দিয়েই খেলার চেষ্টা করবেন বলে জানিয়েছেন, তবে তার পিঠের সমস্যার কথা গুরুত্ব সহকারে সামনে এনেছেন।

একইসঙ্গে তামিম জানিয়ে দেন বিশ্বকাপে বাংলাদেশের হয়ে পাঁচটি ম্যাচের বেশি তিনি খেলতে পারবেন না। যদিও বাংলাদেশকে খেলতে হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ৯টি ম্যাচ।

তামিমের সেই শর্ত মেনে নিয়ে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকেরা আলোচনাও সেরে নিয়েছেন দলপতি সাকিব আল হাসানের সঙ্গে।

তবে বিষয়টি একদমই ভালোভাবে নেননি সাকিব। বোর্ডের একটি সূত্রের দেওয়া তথ্য মতে তামিমের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে বিশ্বকাপে না খেলার হুমকি দিয়ে বসেন সাকিব। পাল্টা হুমকি আসে তামিমের পক্ষ থেকেও।

তামিমের এমন কাণ্ডে হতবাক টাইগার হেড কোচ হাথুরুসিংহেও। এমন ঘটনাইয় তিনি বেশ বিবৃত। দেশে ফিরেই তাই তিনি দ্বারস্থ হয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের।

সোমবার (২৫ সেপ্টেম্বর) হুট করেই রাত রাত ১১টা ৫০ মিনিটে সাকিব আল হাসানকে নিয়ে তিনি প্রবেশ করেন বোর্ড সভাপতির বাড়িতে।

ধারণা করা হচ্ছে তামিমের বিষয়ে বোর্ড সভাপতির কাছে নালিশ করতে আর চলমান সমস্যা সমাধানের উপায় বের করতেই সাকিব-হাথুরু হুট করেই গিয়েছেন বিসিবি বসের বাসায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে