মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ১১:২০:৪৮

খুশি তামিম ইকবাল; যাকে চেয়েছেন তাকে পেয়েছেন

খুশি তামিম ইকবাল; যাকে চেয়েছেন তাকে পেয়েছেন

স্পোর্টস ডেস্ক: ড্রাফটের আগেই তামিম ইকবালকে সরাসরি দলে ভিড়িয়েছিল ফরচুন বরিশাল। এবার ড্রাফট থেকে মুশফিকুর রহিমকেও পেয়েছে তারা। দলে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও। সবমিলিয়ে ভারসাম্যপূর্ণ দলই গড়েছে তারা। এমন স্কোয়াড নিয়ে সন্তুষ্ট তামিম।

আজ ড্রাফট শেষে তামিম বলেন, 'আমার কাছে মনে হয় আমরা যে ধরনের দল চাচ্ছিলাম ৯৫% আমরা সেই ধরনের দল করতে পেরেছি। যে প্লেয়ারগুলোকে আমরা টার্গেট করেছিলাম, ওদের আমরা দলে নিয়েছি। বরিশাল একটা সফল ফ্র্যাঞ্চাইজি। ২-৩ বছর ধরেই ওরা প্লে-অফে খেলেছে, ফাইনালও খেলেছে। যে দল আমরা করেছি, আমরা যদি এগিয়ে যেতে পারি তাহলে নাথিং লাইক ইট।'

'দিন শেষে এটাই ক্রিকেট। এখানে কিছুই নিশ্চিত নয়। তবে ফ্র্যাঞ্চাইজি মালিকের পক্ষ থেকে, ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে যারা ছিলেন, তাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি সম্ভাব্য সেরা দল দিতে। এটা এখন আমার ওপর, ওর ওপর (মিরাজের দিকে ইঙ্গিত করে) এবং প্লেয়ারদের ওপর নির্ভর করছে।'-যোগ করেন তামিম। 

বরিশালের অধিনায়কত্ব নিয়ে তামিম বলেন, 'আমার কাছে মনে হয় আমাদের দলে অনেকগুলো অধিনায়ক আছে। বিপিএলে যারা সাফল্য পেয়েছে। মিরাজ নিজেও একজন ভালো অধিনায়ক। কে হবে এটা আমরা এখনও সিদ্ধান্ত নেইনি। আমার কাছে আসলে অধিনায়কত্ব গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে মনে হয় যে অভিজ্ঞতা আমরা মাঠে পাবো, রিয়াদ ভাই, মুশফিক, আমি, মিরাজ- আমাদের মনে হয় না নেতৃত্ব খুব বেশি গুরুত্বপূর্ণ।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে