স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে ও এশিয়াকাপে দেশকে নেতৃত্ব দেবেন মাশরাফি বিন মুর্তজা। এর আগে মাশরাফি তার প্রিয় সতীর্থকে নিয়ে করেছেন জনকল্যানমূলক কাজ।
সাধারণ মানুষের দুঃখ কষ্ট লাঘবে বাঁশের সাঁকো বানিয়েছেন মাশরাফি। খুলনায় কয়েকদিন আগে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলে টাইগাররা।
খুলনায় যাওয়ার জন্য ঢাকা ত্যাগ করা মাশরাফি যান সৌম্য সরকারের বাড়িতে। সাতক্ষীরার তালা উপজেলায় তারা দেখেন বিবিসির কর্মীরা ‘আমরাও পাড়ি’ব্যানারে জনকল্যানে কাজ করেছে।
তখন সাধারণ মানুষের জন্য বাঁশের সাঁকো তৈরির কাজে লেগে যান অধিনায়ক। সৌম্যসহ তার সাথে যোগ দেয়া অন্যরাও অংশ নেন মানুষের পারাপারের জন্য সাঁকো তৈরির কাজে।
৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর