স্পোর্টস ডেস্ক: ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বসেরাদের আসর টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন নাসির-মিঠুন।
তাদের অন্তর্ভুক্তির ব্যাখ্যা দিতে গিয়ে প্রধান নির্বাচক ফারুক আহমেদ জানান, ‘নাসিরের ক্যাপাবিলিটি নিয়ে বিসিবির কখনোই কোন সন্দেহ ছিল না। আর মোঃ মিঠুনকে টি-টোয়েন্টি স্পেশালিষ্ট হিসাবেই দলে নিয়েছে।’
এছাড়া মি. ফিনিসার ম্যান নাসিরকে জিম্বাবুয়ে সিরিজে দলে না নেয়ার কারণ হিসাবে তিনি বলেন, ‘নাসিরের ক্যাপাবিলিটি সর্ম্পকে আমরা তা জানি। ফলে জিম্বাবুয়ে সিরিজে আমরা চেষ্টা করেছিলাম নতুনদের সুযোগ দিয়ে। এছাড়া মোঃ মিঠুন চার বছর আগে টি-টোয়েন্টি খেলেছে। এরপর ভারতে একটা টুর্নামেন্ট খেলেছে। বিপিএলে বলবো না খুব দুর্দান্ত কিছু করেছে। তবে ‘এ’দলের হয়ে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে খুব ভালো খেলেছে। খুলনায় অনুশীলন ক্যাম্পেও ভালো করেছে। সব বিবেচনা করেই ওকে দলে নিয়েছি।’
মিঠুনকে বিশ্বকাপের দলে নেয়ার কথা আগে থেকেই নির্বাচকদের থাকলে কেন জিম্বাবুয়ে সিরিজে ছিলেন না? এমন প্রশ্নে ফারুক আহমেদ বলেন, ‘মিঠুন পুরোপরি ফিট না থাকায় তাক স্কোয়াডে ভেড়ানো হয়নি। এছাড়া সে যদি সঠিক জায়গায় সঠিক সময়ে সুযোগ পায়, তাহলে কিছু করে দেখাতে পারবে এবং সেই সামর্থ্যও তার আছে।’
৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর