বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:৪২:১৬

ঠান্ডা মাথায় সকল গুঞ্জনের জবাব দিয়েছেন সৌরভ গাঙ্গুলি

ঠান্ডা মাথায় সকল গুঞ্জনের জবাব দিয়েছেন সৌরভ গাঙ্গুলি

 

 
স্পোর্টস ডেস্ক : ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি দেশটির ক্রিকেটে একটি গুরুত্বপূর্ণ নাম। সিএবির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সৌরভ গাঙ্গুলিকে ধোনিদের কোচ অন্যদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি করা নিয়ে ঝল্পনা তুঙ্গে।

ভারতীয় মিডিয়ায় তাকে নিয়ে বিভিন্ন সময়ে প্রকাশ করা হয় নানা প্রতিবেদন। আর এবার সবকিছু নিয়েই মুখ খুলেছেন সৌরভ গাঙ্গুলি। ঠান্ডা মাথায় সকল গুঞ্জনের জবাব দিয়েছেনভারতের জি নিউজে প্রকাশিত সৌরভের ভাষ্য নিচে তুলে ধরা হলো।  

১) মহেন্দ্র সিং ধোনির উপর চাপ বাড়ছে। এমনটাই হয়। এ দেশের ক্রিকেটে যখন ভালো সময় আসে, তখন ক্যাপ্টেনকে আকাশে তুলে দেওয়া হয়। যদি ওটা মেনে নিতে অসুবিধা না থাকে, তাহলে সমালোচনা বা চাপে অসুবিধায় পড়ব কেন? ধোনির ভিতর এবং বাইরে দুটো একেবারে আলাদা। আমার স্থির বিশ্বাস, ও এই চাপ কাটিয়ে উঠবে।আর এই ভারতীয় দল টি২০ বিশ্বকাপেও ভালো ফল করবে।

২) এই মুহূর্তে ভারতীয় দলের কোচ হওয়া নিয়ে ভাবছি না। কারণ, আমি এখন সিএবি-র সভাপতি। অনেক দায়িত্ব। ক্রিকেটকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়াটাই আমার লক্ষ্য। দুটো কাজ তো আর একসঙ্গে করা যাবে না। দেখা যাক সময় কী বলে।

৩) বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার কথা এখনই আমার মাথায় নেই। সেটাই স্বাভাবিক। কারণ, সবে ক্রিকেট প্রশাসনে কাজ শুরু করেছি। ভবিষ্যতে দেখা যাবে।

৪) আমার বন্ধু এবং সতীর্থ শচীন টেন্ডুলকার তার আত্মজীবনী লিখেছে। কিন্তু আমি এখনও লেখার সময় বের করতে পারিনি। কারণ, সিএবি নিয়ে খুবই ব্যস্ত রয়েছি। পরে সময় পেলে নিশ্চয়ই লিখব।
৪ ফেব্রুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে