বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:২৫:৫৯

ইনজুরি নিয়েই এশিয়া কাপে বল করবেন মুস্তাফিজ

ইনজুরি নিয়েই এশিয়া কাপে বল করবেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ে বিপক্ষে হোম সিরিজের দ্বিতীয় ম্যাচে বাম কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল দেশের অন্যতম সেরা বোলার মুস্তাফিজুর রহমানকে। ইনজুরি ততটা গুরুতর না হলেও টিম ম্যানেজমেনন্টের অনুরোধে শেষ পর্যন্ত মাঠে নামেনি তিনি। তবে এশিয়া কাপে আবার ফিরছেন এই তারকা পেসার। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

বুধবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রধান নির্বাচক বলেন, ‘যতটুকু শুনেছি আমার কাছে মনে হয় মুস্তাফিজের ইনজুরিটা এখনো আছে। নির্দিষ্ট কোনো ডেলিভারি দিতে গেলেই শুধু একটু ব্যাথা লাগে। ইনজুরি আছে তবে এটা নিয়ে খেলতে আমার মনে হয় এশিয়া কাপে কোনো অসুবিধা হবে না।’

এছাড়া ফারুক আহমেদ আরো বলেন, ‘মুস্তাফিজের এই ইনজুরিটা অনেক পুরনো। তবে এটা সব সময় থাকে না। নির্দিষ্ট কিছু ধরনের বল করতে ব্যাথা অনুভব করেন। এশিয়া কাপে এটা নিয়ে খেলতে কোনো অসুবিধা হবে না।’

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পাওয়ার পর থেকেই দলে অপরিহার্য হয়ে উঠেছেন মুস্তাফিজ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের সাফল্যের অন্যতম কারিগর এই পেসার। তাই তার ইনজুরি ভাবিয়ে তুলেছে বাংলাদেশের ক্রিকেটভক্তদের।
৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে