স্পোর্টস ডেস্ক : আরব আমিরাতে তারকার মেলা। নক্ষত্ররাজিরা খেলছেন টি-টোয়েন্টি। বিশ্ব আইকনরা দারুণ চমক দেখিয়ে ফের ভক্তদের হৃদয়ে যায়গা করে নিচ্ছেন নতুন রুপে।
পাকিস্তানের সাবেক কিংবদন্তি বোলার এই বয়সে যে পারফর্ম করেছেন তা ভাবতেও অবাক লাগার কথা। অন্যদিকে শ্রীলঙ্কার কিংবদন্তি মুরালিধরন যে এখনো বড় মাপের তারকাই আছেন সেটাও দেখার সুযোগ হলো ভক্তদের।
আরব আমিরাতে চলছে মাস্টার্স চ্যাম্পিয়ন লিগের আসর। বুধবার রাতে এই টুর্ণামেন্টে মুখোমুখি হয় জেমিনি অ্যারাবিয়ানস ও ক্যাপরিকর্ন কমান্ডার্স।
এদিন কঠিন লড়াইয়ের ম্যাচে ১০ রানে জয় পায় সাঙ্গাকারার নেতৃত্বাধীন জেমিনি। সাঙ্গাকারাদের জয়ের পেছনে বড় অবদান সাকলাইন মুসতাকের।
মুসতাক ৩ ওভার বল করে একটি উইকেট পান। টি-টোয়েন্টিতে যখন রানের বন্যা বসে তখন এদিন তিনি দেন মাত্র ৯ রান।
অন্যদিকে ৪ ওভার বল করে মুরালি শিকার করেন ৩ উইকেট। সাবেক ক্রিকেটারদের অনেকেই আন্তর্জাতিক ম্যাচে টি-টোয়েন্টি খেলতে পারেননি।
টি-টোয়েন্টি খেলার রেওয়াজ তখন ছিল না। তাই হয়তো এই আসর নিয়ে অনেক আগ্রহ সাবেকদের। শেওয়াগের ৫৯ ও সাঙ্গার ৬৫ রানের সুবাধে ১৯০ রান সংগ্রহ করে জেমিনি।
জবাবে ২০ ওভারে ৮টি উইকেট হারিয়ে ১৮০ রান করতে সমর্থ হয় কলিংউডের নেতৃত্বাধীন ক্যাপরিকর্ন। তবে অর্ধশতক ছিলো না কারও।
আর টানা ৩টি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে সবচেয়ে ভালো অবস্থানে নিজেদের আসন আরো দৃঢ় করে জেমিনি অ্যারাবিয়ানস।
৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর