বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:১৭:৩৪

শুভ জন্মদিন মাহমুদুল্লাহ

শুভ জন্মদিন মাহমুদুল্লাহ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ টেস্ট দলের সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের আজ ২৯তম শুভ জন্মদিন। তার এ জন্মদিন উপলক্ষ্যে ‘এমটিনিউজ’ পরিবারের পক্ষ থেকে রইলো অনেক অনেক শুভেচ্ছা।

১৯৮৬ সালে ময়মনসিংহ জেলায় আজকের এই দিনে পৃথিবীর আলো দেখতে পান দেশপ্রেমী জাতীয় দলের এই ক্রিকেটার।

২০১১ সালের ২৫ জুন জান্নাতুল কাউসার মিষ্টির সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন বাংলাদেশ দলের সাবেক এই সহ-অধিনায়ক।  আর একটি মজার তথ্য হলো মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহিম কিন্তু ভায়রা ভাই। অর্থাৎ তারা একই ঘরের জামাই। গতবছরের ২৫ সেপ্টেম্বর মাহমুদুল্লাহর শ্যালিকা জান্নাতুল কিফাইয়াত মন্ডির সঙ্গে বিয়ের কাজটা সেরে ফেলেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিক।

২০০৭ সালের জুলাই মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে জাতীয় দলে অভিষেক ঘটে মাহমুদুল্লাহর। একই বছরের সেপ্টেম্বরে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় তার। দু’বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে অভিষেক ঘটে এই অলরাউন্ডারের।

উল্লেখ্য, মাহমুদুল্লাহ দেশের হয়ে এখন পর্যন্ত ২৩টি টেস্টে ১১০ টি ওয়ানডে ৩৪টি টি২০ ম্যাচ খেলেছেন।

৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে