স্পোর্টস ডেস্ক : মিডিয়া বারবার পাকিস্তানের বিপদের বন্ধু বলে সম্বোধন করত আবদুর রাজ্জাককে। বোলিংয়ের পর ব্যাট পাকিস্তানকে অনেক ম্যাচ জেতানোর নায়ক রাজ্জাকের ব্যাটিং ঝলক দেখা গেল ফের।
দীর্ঘদিন পর ব্যাট ধরা হয় রাজ্জাকের। আরব আমিরাতে চলমান মাস্টার্স চ্যাম্পিয়ন লিগে জেমিনি আ্যারাবিয়ানের বিপক্ষে ক্যাপরিকর্ন কমান্ডার্সের হয়ে ব্যাট করেন অলরাউন্ডার রাজ্জাক। টি-টোয়েন্টি ক্রিকেটে ছোট একটি ঝড়ো ব্যাটিং উপহার দেন রাজ্জাক।
২২ বলে ৩২ রান করেন আবদুর রাজ্জাক। রাজ্জাক হাঁকান ৩টি ছয়ের মার। তার এই ইনিংসে ছিলনা কোনো চারের মার। পাকিস্তানের জাতীয় দলের সাবেক বন্ধু রাজ্জাক এদিন বন্ধু হতে চেয়েছিলেন ক্যাপরিকর্নের।
কিন্তু স্বদেশি মুসতাক ও লঙ্কান মুরালির বোলিংয়ে ১৯০ রানের টার্গেটে ব্যাট করতে নামা ক্যাপরিকর্নকে থেমে যেতে হয় ১৮০ রানে।
বোলিংওয়েও উইকেট পান রাজ্জাক। কিন্তু ম্যাচ শেষে ১০ রানের হার সঙ্গী হয় তাদের। এদিন জয় না পেলেও এখনো যে বল ও ব্যাট দুটিতেই সমান পারদর্শী রাজ্জাক সেটা তার ভক্তদের ফের দেখালেন তিনি।
৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর