স্পোর্টস ডেস্ক: চলতি বছরের ৫ আগস্ট ব্রাজিলে অনুষ্ঠিতব্য অলিম্পিক গেমসে প্রথম হিজাবধারী মার্কিন ক্রীড়াবিদ হিসেবে অংশ নেবেন ইবতিয়াজ মোহাম্মদ। তিনি দেশটির পক্ষ থেকে ফেন্সিং বা তলোয়ারবাজিতে অংশ নেবেন। উইমেন স্যাবার ওয়ার্ড কাপে ব্রোঞ্জ জয় করে ব্রাজিলের রিও অলিম্পিকে অংশ গ্রহণের যোগ্যতা অর্জন করেন ইবতিয়াজ।
মার্কিন ফেন্সিং জীবন বৃত্তান্তে তিনি লিখেছেন, ‘কঠোর পরিশ্রম, ত্যাগের মনোভাব এবং অধ্যবসায়ের মধ্যদিয়ে মার্কিন ক্রীড়াদলের সদস্যদের নিয়ে ইতিহাস রচনা করবো আমি।’
ইবতিয়াজ বলেন, ‘ধর্ম, জাতি বা লিঙ্গ কখনই পথের বাধা হয়ে দাঁড়ায় না। তাই প্রমাণ করার জন্য অলিম্পিকে অংশ নিচ্ছেন তিনি। ’
সূত্র: হাফিংটন পোস্ট
৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর