বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:০৩:০৯

পিএসএল খেলতে দুবাইয়ের পথে মুশফিক-তামিম

পিএসএল খেলতে দুবাইয়ের পথে মুশফিক-তামিম

স্পোর্টস ডেস্ক:  পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের দুই অভিজ্ঞ খেলোয়াড় মুশফিকুর রহিম ও তামিম ইকবাল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আদলে গড়া পিএসএলে সাকিব ও মুশফিক খেলবেন করাচি কিংসের হয়ে। আর তামিম ইকবাল খেলবেন পেশোয়ার জালমির হয়ে। আর বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল লাহোর কালান্দার্স। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র পেলেও মুস্তাফিজুর রহমানের বিষয়টি একেবারে ঝুলে গেছে। ইনজুরির কারণে তাকে পাঠাবে না বিসিসি।


তামিম-মুশফিকের  রওয়ানার বিষয়টি জানা গেছে মুশফিকের ভেরিফাইড পেজের মাধ্যমে। বৃহস্পতিবার বেলা ১১.৪০ মিনিটে মুশফিক তার ফ্যান পেজে তামিমের সঙ্গে একটি ছবি আপলোড দিয়ে ক্যাপশনে লেখেন, ‘অবশেষে পিএসএল খেলতে দুবাইয়ের পথে, দোয়া করবেন সবাই।’

প্রসঙ্গত, পাকিস্তান সুপার লীগের প্রথম আসর শুরু হবে আগামী ৪ ফেব্রুয়ারি থেকে। আর শেষ হবে ২৩ ফেব্রুয়ারি। ২৪টি ম্যাচের এ টুর্নামেন্ট দুবাই ও শারজাতে অনুষ্ঠিত হবে।

৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে