বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:৩৯:৫৫

টাইগার তারকা নাসিরকে আকাশ ভেঙ্গে পড়া খবর দিয়েছে বিসিবি

টাইগার তারকা নাসিরকে আকাশ ভেঙ্গে পড়া খবর দিয়েছে বিসিবি

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের বিশ্বকাপ স্কোয়াডে নেয়া হয়েছে নাসির হোসেনকে। দল ঘোষণা করার আগে প্রাথমিক দলে ছিলেন না নাসির হোসেন।

জিম্বাবুয়ের বিপক্ষেও দলে ছিলেন না তিনি। নাসিরের বিষয়টি নিয়ে সৃষ্টি হয় নানা গুঞ্জন। গুঞ্জনের পরিপ্রেক্ষিতে মুখ খুলে বিসিবি। নাসির হোসেনকে আকাশ ভেঙ্গে পড়া খবর দিল বিসিবি!

বিসিবির পক্ষ থেকে থেকে বলা হয় বিশ্বকাপ দলের জন্য নাসিরকে বিবেচনায় রাখা হয়েছে। আর দল ঘোষণার পর দেখা গেল ঠিকই বিশ্বকাপে রয়েছেন নাসির হোসেন।

দল ঘোষণার পরে বিসিবির প্রধান নির্বাচক ফারুক আহমদ জানান, আমরা তার বিকল্প কাঁউকে খুঁজছিলাম। কিন্তু পাইনি।

তিনি আরও জানিয়েছেন, শুভাগত হোম ও মোসাদ্দেক হোসেনকে বিকল্প হিসাবে ভাবা হত। কিন্তু তারা ভালো করতে পারেনি বলেই নাসিরকে দলে নেয়া হয়।

ফারুক আহমদ বলেন, নাসিরের সামর্থ্য আমরা জানি। এখন দেখা গেল না। ওর বিকল্প হিসাবে কাউকে খুঁজে পাওয়া গেল না।
৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে