রবিবার, ০১ অক্টোবর, ২০২৩, ০৭:৩০:৫৭

৫ জনের নাম প্রকাশ করল আইসিসি, এতে আছে লিটন দাস!

৫ জনের নাম প্রকাশ করল আইসিসি, এতে আছে লিটন দাস!

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ মানেই আলাদা উন্মাদনা। বৈশ্বিক এই মহাযজ্ঞের জ্বরে ভুগছে গোটা দুনিয়া। আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে বৈশ্বিক এই মহাযজ্ঞের।

ইতোমধ্যেই বিশ্বকাপকে কেন্দ্র করে উন্মাদনে শুরু হয়ে গেছে। তারই ধারাবাহিকতায় বরাবরের মতো এবারও চলছে সাবেক ক্রিকেটার ও ক্রিকেটবোদ্ধাদের ভবিষ্যদ্বাণী, কার হাতে উঠবে শিরোপা, কে হবেন সেরা খেলোয়াড় সেসব নিয়ে। এবারে সেই উন্মাদনাকে আরও একধাপ বাড়িয়ে দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

কিছুদিন আগেই তারকা ক্রিকেটারদের নিয়ে বিশ্বকাপের সেরা একাদশ সাজানোর ঘোষণা দিয়েছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। সেই একাদশ সাজানোর অংশ হিসেবে রোববার (১ অক্টোবর) পাঁচজন শীর্ষস্থানীয় উইকেটরক্ষকের নাম প্রকাশ করেছে আইসিসি।

আইসিসির প্রকাশিত সেই তালিকায় সেরা একাদশের উইকেটরক্ষক হিসেবে আইসিসির পছন্দের তালিকায় জায়গা হয়েছে বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাসের। আইসিসির চোখে সেরা পাঁচ উইকেটরক্ষকের তালিকায় পাঁচ নম্বরে অবস্থান ডানহাতি এই ব্যাটারের।

আইসিসির সেই তালিকায় শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কক। দুইয়ে রয়েছেন ইংল্যান্ডের জনি বেয়ারেস্টো, তিনে নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে, চারে ইংল্যান্ডের জস বাটলার ও পাঁচ নম্বরে অবস্থান লিটনের।

আইসিসির প্রকাশিত সেই তালিকা অনুযায়ী ডি কক, জনি বেয়ারেস্টো ও ডেভন কনওয়ের রেটিং পয়েন্ট ৯। অপরদিকে জস বাটলার ও লিটন দাসের রেটিং পয়েন্ট ৮ দশমিক ৫।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে