বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০১:২২:১২

লজ্জায় মুখ ঢাকলেন ক্রিকেটার সাহাদাতের স্ত্রী!

লজ্জায় মুখ ঢাকলেন ক্রিকেটার সাহাদাতের স্ত্রী!

স্পোর্টস ডেস্ক : টাইগার ক্রিকেটার সাহাদাতের স্ত্রী কয়েক মাস ধরে দেশের টপ নিউজ। সাহাদাত হোসেন ও নিত্য সাহাদাতের মামলার বিষয়ে জানা থাকার কথা সবারই।

বৃহস্পতিবার তারা দুইজনে হাজির হন আদালতে। সাহাদাতের স্ত্রী জেসমিন জাহান নিত্য প্রায়ই খেলা মুখে হাজির হতেন আদালতে।

কিন্তু মামলার কারণে বদলে যেতে থাকেন তিনি। বৃহস্পতিবার মামলা সংক্রান্ত কারণে আদালতে হাজির হন সাহাদাত ও তার স্ত্রী।

আদালতে উপস্থিত হওয়া সাহাদাতের স্ত্রী ক্যামেরা লজ্জায় মুখ ঢাকেন! ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক তানজিলা ইসলাম বৃহস্পতিবার তাদের অভিযোগপত্র গ্রহণ করে চার্জগঠনের জন্য দিন ধার্য করেন তাদের।

আগামী ২২ ফেব্রুয়ারি চার্জগঠনের দিন ধার্য করা হয়। এ দিন সাহাদাতের স্ত্রী জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে আদালত।

প্রসঙ্গত, মাহফুজা আক্তার হ্যাপী নামের এক কিশোরী গৃহকর্মীকে নির্যাতন করার অভিযোগে দায়েরকৃত মামলার জটিলতা নিয়ে নিয়ে ব্যস্ত এই দম্পতি।

হ্যাপীকে শারীরিকভাবে নির্যাতনের মামলায় ২০১৫ সালের ৬ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন এক সাংবাদিক।
৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে