স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ান ক্রিকেটে খেলা ইস্যুতে বাজি ধরা গুরুতর অপরাধ। এ জন্য মাঝে মাঝে ক্রিকেটারদের দুর্নীতি প্রতিরোধে ট্রেনিংও করানো হয়। ঠিক তেমনই দুর্নীতি বিরোধী একটি ট্রেনিং চলাকালীন সময়ে অস্ট্রেলিয়ান এক গ্রেট খেলোয়াড় বাজি ধরে পুরোদমে ফেঁসে গেছেন।
গত নভেম্বরে প্রথমবারের মতো দিবারাত্রি টেস্টে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ঐতিহাসিক ওই ম্যাচটিতে অস্ট্রেলিয়ার ১৯ বছর বয়সী নারী ক্রিকেটার ক্লেরি ছয় বার বাজি ধরেছিলেন বলে প্রমাণ পেয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আর সেই সূত্রতার জের ধরে তাকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়।
ক্লেরির বাজির মূল্যমান ছিল ১৫.৫০ ডলার। বাজির অর্থের পরিমাণ যত কমই হোক না কেন, বাজি তো বাজিই। এতে সামনের ছয় মাসে তিনি আন্তর্জাতিক, ঘরোয়া এবং কোনো ক্রিকেটীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন না।
৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর