স্পোর্টস ডেস্ক: মাত্র একজন বিশেষজ্ঞ স্পিনার নিয়েই টাইগারদের বিশ্বকাপ খেলানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট পরাশক্তি দেশ গুলো যেখানে দুই বা তার অধিক বিশেষজ্ঞ স্পিনার নিয়ে স্কোয়াড সাজিয়েছে । সেখানে কিনা বাংলাদেশ মাত্র একজন বিশেজ্ঞ নিয়ে ভারত যাচ্ছেন বিশ্বসেরাদের আসরে।
বুধবার ঘোষণা করা বাংলাদেশের ১৫ সদস্যের দলে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার আরাফাত সানি। এছাড়া দলে আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান, নাসির হোসেন, মাহমুদউল্লাহ। এছাড়াও বল হাতে কব্জির কারিশমা দেখাতে সাব্বির রহমান ও সৌম্য সরকার।
একজন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে সফরে গেলেও স্পিন আক্রমণকে দুর্বল মনে করছেন না বাংলাদেশ দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ। তিনি বলেন,‘আমাদের দলে স্পিন বোলার কম বলা যাবে না। আমাদের দুই জন বাঁহাতি স্পিনার সাকিব ও সানি আছে। নাসিরকেও অনিয়মিত বোলার বলা যাবে না। গত কয়েক মাস ধরে সে বোলিংয়ে কোটা পূরণ করছে। এছাড়া রিয়াদ (মাহমুদুল্লাহ) আছে। ইদানিং (সাব্বির রহমান) রুম্মনও বল করছে আন্তর্জাতিক পর্যায়ে।’
তবে তিনি সর্বশেষ এও জানান, ‘কন্ডিশন অনুযায়ী সেরা কম্বিনেশন তৈরির চেষ্টা করেছে বিসিবি।’’
৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর