বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০২:৪৮:৫৩

পিএসএলে গেইলের বিপক্ষে সাকিবের মহালড়াই

পিএসএলে গেইলের বিপক্ষে সাকিবের মহালড়াই

স্পোর্টস ডেস্ক : শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের জমজমাট লড়াই। ক্যারিবীয় তারকা ক্রিস গেইলকে কয়েকদিন আগে নিজের শিকারে পরিণত করে বাংলাদেশের মুস্তাফিজ।

এবার মুস্তাফিজ নয় গেইলের গায়ের কাঁটা হলেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার রাতে শুরু পাকিস্তানের সুপার লিগ।

গেইল ও সাকিব আল হাসানের মহারণ হবে শুক্রবার। গেইল খেলবেন লাহোর কান্দাহারের পক্ষে। অন্যদিকে সাকিব খেলবেন করাচি কিংসের হয়ে।

ধুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে এই লড়াই। করাচির হয়ে খেলবেন মুশফিকও। শোয়েব মালিক এই দলের অধিনায়ক।

ইমাদ ওয়াসিম ও ডিলসানের মত তারকা রয়েছেন দলে। অন্যদিকে লাহোরের অধিনায়ক থাকার কথা গেইলের। ওমর আকমল, রাজ্জাক, ব্রাভো, আজহার ও ইয়াসির খেলবেন এই দলে। বাংলাদশের মুস্তাফিজের খেলার কথা ছিল গেইলের দলে।

শুক্রবার ধুবাইয়ে স্থানীয় সময় বিকাল ৫ টায় শুরু হরে সাকিব বনাম গেইলের মহালড়াই।
৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে