বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:০৭:০২

ইতিহাস গড়লেন গাফটিল

 ইতিহাস গড়লেন গাফটিল

স্পোর্টস ডেস্ক: ইডেন পার্কের মতো বড় মাঠে ছয় মারাটাই কঠিন৷ তারই গ্যালারির ছাদে গিয়ে পড়ল মার্টিন গাফটিলের বিশাল ছক্কা৷ পেস বোলার কেন রিচার্ডসনের তৃতীয় বলে মারা৷ ক্রিকেট দুনিয়া গাফটিলের এই ছয়কে ইতিহাসের সবচেয়ে বড় ছক্কার তাকমা দিচ্ছে৷ নাম দেওয়া হয়েছে 'মনস্টার সিক্স'!

গাফটিলের দুরন্ত ছয় সহ ৭৬ বলে ৯০, জীবনের শেষ সিরিজ খেলতে নেমে ২৯ বলে ৪৪, হেনরি নিকোলসের ৬১- সব মিলিয়ে ৩০৭-৮ তুলল নিউজিল্যান্ড৷ সিরিজের প্রথম ওয়ান ডে খেলতে নামা অস্ট্রেলিয়া তার ধারেকাছেই পৌঁছাতে পারল না৷ ১৪৮ রানে শেষ স্টিভ স্মিথের টিম৷

মহেন্দ্র সিং ধোনির টিমের কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার ধাক্কাটা সামলে উঠতে পারেনি অস্ট্রেলিয়া৷ এই ম্যাচ ধরলে টানা পাঁচটা ম্যাচ জিততে পারল না অস্ট্রেলিয়া৷ নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ১৫৯ রানে অজিদের হারের পিছনে ব্যাটসম্যানদের ব্যর্থতা৷ ম্যাথু ওয়েড (৩৭) এবং জেমস ফকনার (৩৬) ছাড়া বাকিরা আর কেউই রান পাননি৷ দুই নিউ জিল্যান্ড বোলার ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরিই ভাঙেন অজিদের৷ দু'জনেই ৩টি করে উইকেট নেন৷ দুটি উইকেট মিচেল স্যান্টনারের৷

অজিদের হারের মধ্যে আবার খারাপ খবর, হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য টিম থেকে বাদ পড়লেন জেমস ফকনার৷ তাঁর বদলে টিমের সঙ্গে যোগ দিচ্ছেন মার্কাস স্টইনিস৷ সূত্র : এই সময়

৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে