স্পোর্টস ডেস্ক : বুধবার রাতে মেসি ও সুয়ারেজ সমৃদ্ধ বার্সেলোনা মাঠে নামে। লিওনেল মেসি হ্যাট্টিক করে তার ভক্তদের করেন মুগ্ধ।
সুয়ারেজ এদিন একাই করেন ৪ গোল। সেমি ৩ ও সুয়ারেজের ৪ গোলের সুবাধে বড় জয় পায় বার্সেলোনা। হ্যাট্টিকের মাধ্যমে মেসি এদিন ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করেন।
এ দিন ভ্যালেন্সিয়াকে ৭-০ গোলের বন্যায় ভাসিয়েছেন তারা। বুধবার রাতে কোপা ডেল রের সেমিফাইনালে ৩টি গোল করতে পারায় ক্লাব ও দেশের হয়ে মেসির গোল সংখ্যা ৫০১টি।
বার্সেলোনার জার্সিতে ২৬টি শিরোপা জিতেছেন মেসি। তবে দেশের হয়ে তেমন কিছু করতে পারেননি তিনি। ৫০১ গোলের মধ্যে মেসি বার্সেলোনার হয়ে করেছেন ৪৩৬টি গোল।
আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ৪৯টি এবং আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ১৬টি গোল করেছেন লিওনেল মেসি।
দেশের ফুটবলে ২০০৮ সালে আলিম্পিকে সোনা জয় করেন মেসি। আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত এটাই তার সেরা সাফল্য।
৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর