বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:১৯:৩৬

এবার বিয়ের পিঁড়িতে জাদেজা

এবার বিয়ের পিঁড়িতে জাদেজা

স্পোর্টস ডেস্ক:  ভারত ক্রিকেটে এখন বিয়ের ভরা মওসুম। গত বছরে এই ধারাটি শুরু হয়ে চলছে এবছরেও। গত বছর হরভজন সিংহ ও সুরেশ রায়না বিয়ের কাজটা সেরেছে ফেলেছেন । আর বাগদান সেরেছেন যুবরাজ সিংহ- মোহিত শর্মা। এবার দেশটির অন্যতম অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও সুরেশ রায়না ও হরভজনের পথে পা বাড়াচ্ছেন। অর্থাৎ তিনিও তাদের মত নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন।

তবে আগামীকাল শুক্রবারই ২৭ বছরের এই অল রাউন্ডার বাগদান পর্ব সারতে চলেছেন। জানা গেছে তার পাত্রীর নাম রিভা। তিনি পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বয়স ২৫ বছর। রিভাও রাজকোটেরই মেয়ে। তার বাবা হরদেব সিংহ সোলাঙ্কি পেশায় ঠিকাদার। তিনি কংগ্রেস দলের সঙ্গেও যুক্ত।  গত কয়েকমাস ধরে তিনি দিল্লিতে রয়েছেন এবং সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন।

আর নিজের শহর রাজকোটেই বাগদান সম্পন্ন হতে চলেছে। জাদেজার রেস্তোরা জাড্ডুস ফুড ফিল্ড-এ এই অনুষ্ঠান হবে বলে জানা গিয়েছে।
৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে