বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৩৯:০৬

সেমিফাইনালে ওঠার বিষয়ে যা বললেন টাইগার সেনাপতি

সেমিফাইনালে ওঠার বিষয়ে যা বললেন টাইগার সেনাপতি

স্পোর্টস ডেস্ক : আগামীকাল (শুক্রবার) কঠিন লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে যে দল হেরে যাবে তাদেরকেই বিদায় নিতে হবে আসর থেকে।

শেষ আটের লড়াইয়ে শুক্রবার বাংলাদেশ মাঠে নামবে নেপালের বিপক্ষে। মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে আসেন টাইগার সেনাপতি মেহেদি হাসান মিরাজ।

মিরাজ বলেছেন, নেপালকে ছোট করে দেখা ঠিক হবে না। এই গ্রুপে হেরে গেলে আসর থেকে বিদায় নিতে হবে। তাই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখতে হবে।

মেহেদি হাসান মিরাজ বলেন, নেপালকে নিয়ে আমাদের বিশেষ পরিকল্পনা রয়েছে। যুবাদের স্বদেশি কোচ মিজানুর রহমান বাবুল একই সংবাদ সম্মেলনে জানান, নেপালের ব্যাটিং ও বোলিংয়ের ভিডিও দেখার ব্যবস্থা করা হয়েছে।

তিনি জানান, দলের ক্রিকেটাররা এই ভিডিও দেখে আক্রমণের সূত্র আবিস্কার করবে।   
৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে