স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের দ্বিতীয় ম্যাচে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয় জাতীয় দলের স্পেশাল বোলার মুস্তাফিজুর রহমানকে। এর পর ডাক্তারের নিষেদাজ্ঞায় সিরিজের বাদ বাকি ম্যাচে মাঠে নামেননি তিনি।
তবে এখনো সেই ইনজুরি ভোগাচ্ছে তাকে। হালকা ব্যাথা অনুভব করছেন সবসময়। এরই মধ্যে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ ঢাকায় বসছে এশিয়া কাপ টি-টোয়েন্টি। তার আগেই সেরে উঠতে পারেন মুস্তাফিজ। এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাচক বলেন, ‘মুস্তাফিজ বিশেষ বল করার সময় হালকা ব্যাথা অনুভব করছেন। আশা করি দ্রুতই তিনি সেরে উঠবেন এ সমস্যা থেকে।’
এশিয়া কাপের পরপরই ৮ মার্চ থেকে ৩ এপ্রিল হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বুধবার ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা হয়েছে মুস্তাফিজকে।
এ দুটি আসর সামনে রেখে মুস্তাফিজকে নিয়ে আলাদা করেই পরিকল্পনা করছেন বলেও জানান বিসিবির প্রধান নির্বাচক। তিনি বলেন, ‘মুস্তাফিজ এমন একজন বোলার, সে যেকোনো দলের জন্যই একটা বড় সম্পদ। হয়তো চোটের কারণে তাকে নিয়ে সংশয় তৈরি হতে পারে। কিন্তু এটুকু বলতে পারি, এশিয়া কাপের পরিকল্পনায় ভালোভাবেই বিবেচনায় আছে সে। আর টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তো রাখা হয়েছেই।’
৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর