বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:১২:২৯

টাইগার মিরাজের সামনে ইতিহাস গড়ার হাতছানি

টাইগার মিরাজের সামনে  ইতিহাস গড়ার  হাতছানি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটাঙ্গনে যা করতে পারনেনি মাশরাফি, মুশফিক, তামিম, রকিবুল, সোহরাওয়ার্দী শুভ, শামসুর রহমান, মেহরাব জুনিয়র, ডলার মাহমুদের মতো একগুচ্ছ বিপুল সম্ভাবনাময়ী খেলোয়াড়রা। বাংলাদেশে চলমান যুব বিশ্বকাপে আগামীকাল তা করে দেখাতে পারেন যুব টাইগাররা।

আগামীকাল যুব টাইগার মিরাজদের সামনে এখন জাতীয় দলের মুশফিকদের ‘ছাড়িয়ে’ যাওয়ার সুযোগ। কাল কোয়ার্টার ফাইনালে মিরপুরে বাংলাদেশ যুবাদের প্রতিপক্ষ নেপাল। এই বাধা টপকাতে পারলেই সেমিফাইনাল। আর সেটা হলে, বিরাট এক মাইলফলকই ছোঁবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

এর আগে বাংলাদেশ ক্রিকেটের বৈশ্বিক কোনো টুর্নামেন্টে মতো শেষ চারে পা রাখেনি। শুধু ক্রিকেটই নয়, ফুটবল-হকির কোনো বৈশ্বিক টুর্নামেন্টে শেষ চারে বাংলাদেশ কখনো পা রাখতে পারেনি। যুব দলে অধিনায়ক মিরাজ বাংলাদেশের সব খেলার ইতিহাস ভাঙার হাতছানি নিয়ে এগোচ্ছেন খুব সাবধানে।

কাল কোয়াটার ফাইনালে মিরাজের প্রতিপক্ষ নেপাল। তাই গুরুত্বের সঙ্গে নিচ্ছেন মিরাজ। বাংলাদেশ এর আগে কখনো সেমিফাইনাল খেলেনি। যদি নেপালের সঙ্গে জিততে পারি, সেটি হবে অনেক বড় অর্জন। এখন যে পর্যায়ে আছি, এখানে হারলে আর সুযোগ নেই। বাদ পড়ে যেতে হবে।
৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে