বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:৩৯:৩৮

‘এবারের আসরে টাইগার দলই সেরা’

‘এবারের আসরে টাইগার দলই সেরা’

স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলা থেকে মাত্র এক কদম দূরে দাঁড়িয়ে বাংলাদেশ। অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বলছেন, শেষ চারে উঠতে পারলে সেটি হবে অনেক বড় অর্জন। কিন্তু দলটির কোচ মিজানুর রহমানও সেরা কোচের তকমা এরই মধ্যে নিজের গায়ে মেখেছেন। তার মতে, এবারের আসরের বাংলাদেশ দলই সেরা।

বৃহস্পতিবার মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে কোচ মিজানুর রহমানকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, যুব বিশ্বকাপের এবারের আসরে যুব টাইগাররা যে পারফরমেন্স দেখিয়েছেন তাতে ফেভারিটতো বটেই। আশা করছি ছেলেরা আগামীকাল কোয়ার্টার ফাইনাল ম্যাচে নেপালকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করবে।

তিনি আরো বলেন, কোয়াটার ফাইনালে নেপালকে কোনো দিক দিয়েই আমার তেমন শক্তিশালী মনে হয়না। তবে ব্যাটিংয়ে ওরা ভালো ক্রিকেট খেলে। আর তাদের বোলিংটা সেভাবে দেখার সুযোগ হয়নি।
সেই ক্ষেত্রে আমাদের ব্যাটিং- বোলিং লাইন আপ অনেক ভালো।
৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে