বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:৪৩:১৩

মাশরাফির মতোই দৃঢ় প্রতিজ্ঞ টাইগার মিরাজ

মাশরাফির মতোই দৃঢ় প্রতিজ্ঞ টাইগার মিরাজ

স্পোর্টস ডেস্ক: শুরুটা অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ আসর থেকে। এরপর একের পর এক বিশ্বের বাঘা বাঘা দলের বিপক্ষে বড় বড় জয় পেয়েছে বাংলাদেশ। আর এই জয়ের মূল নায়ক মাশরাফির সৃজনশীল নেতৃত্ব।

এবার ঘরের মাঠে যুব বিশ্বকাপে মাশরাফির মতোই দৃঢ় প্রতিজ্ঞ যুব দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তার স্বপ্নটা অনেক বড়। তিনি বাংলাদেশকে চ্যাম্পিয়ন করতে চান।

এ পথে বাংলাদেশের সামনে প্রতিপক্ষ হয়ে এসেছে নেপাল। মিরপুরে শুক্রবার শেষ চারে ওঠার লড়াইয়ে আইসিসির সহযোগী দেশটির মুখোমুখি হবে বাংলাদেশ।

বৃহস্পতিবার মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শেষে এ প্রসঙ্গে মিরাজ বললেন, ‘বাংলাদেশ এর আগে কখনো সেমিফাইনাল খেলেনি। যদি নেপালের সঙ্গে জিততে পারি সেটি অনেক বড় অর্জন হবে। এখানে হারলে আর সুযোগ নেই। আগের চেয়ে মনোযোগ আরও বেশি থাকবে। যেহেতু নক আউট খেলা। জিতলে ওপরে যাব, হারলে নিচে নেমে যেতে হবে। এখানে কাউকে ছাড় দেয়ার সুযোগ নেই।’
৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে