স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের মাটিতে আসন্ন এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে ষড়যন্ত্রের আশংকায় তিনজনের নামে সাধারণ ডায়রি করেছে (জিডি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।
গত ২৯ জানুয়ারি মিরপুর থানায় রিজওয়ান বিন ফারুক, ইফতেখার রহমান ও এসএম নেওয়াজ সোহাগ নামের এই তিন ব্যক্তির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ এনে বিসিবির পক্ষ থেকে জিডি করা হয়েছে। খবর-নিউজএজ
জিডিতে বলা হয়েছে, ওই তিনজন আসন্ন এশিয়া কাপের স্পন্সরশিপের অধিকার না পাওয়ায় বিসিবি কর্মকর্তাদের হুমকি দিয়েছেন।
এক্সিয়ম টেকনোলোজিসের কর্ণধার রিজওয়ান চুক্তি অনুযায়ী চলতি বছরের জুন পর্যন্ত বিসিবির ব্যবসায়িক অংশীদার। বাকি দুজনও বিসিবির ব্যবসায়িক গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছেন।
এ প্রসঙ্গে রিজওয়ান বলেন, ‘আমি মনে করি এটা সম্পূর্ণ ভুল বোঝাবুঝি। আমি এশিয়া কাপের জন্য দরপত্রই দিয়েছিলাম না।’
ভারতের একটি প্রতিষ্ঠানকে এশিয়া কাপের কাজ দেওয়া হয়েছে বলে জানান এক্সিয়ম গ্রুপের কর্তা। তিনি বিসিবির কর্মকর্তাদেরকে হুমকি দিয়েছেন, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বললেন, ‘আমি নিজেই তো টুর্নামেন্টের সঙ্গে ভালোভাবে জড়িত, সেখানে কেন আমি বিসিবির কর্মকর্তাদেরকে হুমকি দেবো!’
পুরো ব্যাপারটাই তার ইমেজ নষ্ট করার জন্য করা হয়েছে বলে দাবি করেন তিনি।
৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম